আপনি কি জানেন আপনার দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?

পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা জানি আমাদের শরীরে দৈনিক গড়ে ৮ গ্লাস পানি দরকার হয়। কিন্তু এই চাহিদা একেক জনের ক্ষেত্রে একেক ধরনের। যেমন কারো শরীরে দৈনিক ৮ গ্লাসের চেয়ে বেশি পানি দরকার হতে পারে আবার কোন কারো শরীরে ৮ গ্লাসের অনেক কম পানি দরকার হতে পারে। এজন্য সবার তার শরীরে পানির চাহিদা কতটুকু তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তাহলে কিভাবে জানবেন আপনার শরীরে পানির চাহিদা দৈনিক কত গ্লাস? এজন্য কি ডাক্তার এর কাছে যাবেন? অবশ্যই না।
তাই আজ আপনাদের এমন একটি সাইটের ঠিকানা দেব যেটা এক কথায় একটি অনলাইন ক্যালকুলেটর। যার মাধ্যমে আপনি আপনার শরীরে দৈনিক পানির চাহিদা কতটুকু তা মেপে দেখতে পারবেন। শুধু আপনার ওজন লিখে দিলেই হবে। তাই এক্ষুনি পরিমাপ করে দেখুন আপনার শরীরে পানির দৈনিক চাহিদা কতটুকু। চলে যান নিচের লিংকে-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার হার্ড ডিস্কের ড্রাইভ লুকিয়ে ফেলুন (কোন সফটওয়্যার ছাড়াই!!!)


আমরা অনেক সময় অনেক জরুরী বা গোপনীয় ফাইল/ফোল্ডার একটি নিদিষ্ট ড্রাইভে রাখি। তাই এই ড্রাইভটি যাতে নিরাপদ থাকে সে দিকে নজর দিতে হয় সর্বাগ্রে। তাই অনেকেই ড্রাইভ লক করে থাকে। কিন্তু ভাল সফটওয়্যার এর অভাবে শেষ পর্যন্ত ড্রাইভটিই নষ্ট হয়ে যায় বা খোলা যায় না। তাই এই সমস্যার একটি ভাল সমাধান হচ্ছে ড্রাইভ লুকিয়ে রাখা। তাই আজ আপনাদের দেখাবো কিভাবে সবথেকে সহজ পদ্ধতিতে আপনারা কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে ফেলতে পারবেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R চেপে রান ডায়লগ বক্স নিয়ে আসুন এবং DISKPART লিখে এন্টার চাপুন।
২। তাহলে ডস উইন্ডো চালু হবে। এবার list volume লিখে এন্টার চাপতে হবে।
৩। তাহলে আপনার কম্পিউটারের ড্রাইভগুলোর বিস্তারিত তথ্য দেখাবে। এবার আপনি যে ভলিয়্যুমটি লুকাতে চাচ্ছেন সে ভলিয়্যুমটির নাম্বার দেখুন কত?
৪। এবার লিখুন select volume এবং একটা স্পেস দিয়ে সেই ভলিয়্যুম নাম্বারটি দিন এবং এন্টার চাপুন। যেমন- select volume 1 যদি আপনি এক নম্বর ভলিয়্যুমটি আপনি হাইড করতে চান তাহলে।
৫। এবার লিখুন remove letter এবং একটি স্পেস দিয়ে ড্রাইভ লেটারটি (বড় হাতের অক্ষরে)। যেমন- remove letter D যদি আপনি D ড্রাইভটি হাইড করতে চান। অবশ্যই সেটি পূর্বে সিলেক্টকৃত ড্রাইভ ভলিয়্যুমটির ড্রাইভ লেটার হতে হবে।
৬। এখন এন্টার দিলেই দেখবেন মাই কম্পিউটারে আপনার ড্রাইভটি দেখাচ্ছে না।
৭। এবার পূণরায় ফিরিয়ে আনতে হলে উপরের সব ধাপ ঠিক ঠিক করে শুধুমাত্র ৫ম ধাপে এসে remove letter এর পরিবর্তে assign letter লিখে স্পেস দিয়ে ড্রাইভ লেটারটি লিখে এন্টার চাপতে হবে। তাহলেই আবার ড্রাইভটি মাই কম্পিউটারে দেখা যাবে। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ভাইরাসের মতো তৈরি করুন হাজার হাজার ফোল্ডার, চমকে দিন বন্ধুকে

আজকে আপনাদের শিখাবো কিভাবে কয়েক লাইন কোড লিখেই হাজার হাজার ফোল্ডার তৈরি করে আপনার বন্ধুকে চমকে দিবেন। এজন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের মতো কোড লিখুন -

@echo off
:top
md %random%
goto top

এবার ফাইলটি makefolder.bat নামে সেইভ করুন। এখানে .bat এক্সটেনশনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার সেইভকৃত ফাইলটি ডেস্কটপ বা যে কোন জায়গায় রেখে ডাবল ক্লিক করুন। এবার দেখুন মুহুর্তের মধ্যেই হাজার হাজার ফোল্ডার তৈরি হতে থাকবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

নিয়ে নিন সর্বকাজের একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনভার্টার

আজকের মোবাইল ও কম্পিউটারের যুগে বিনোদন একটি গুরুত্বপূর্ণ সমালোচিত শব্দ। এই দুটি  বিস্ময়কর যন্ত্র বিনোদনের বিভিন্ন মাত্রার সাথে আমাদের পরিচয় করে দিয়েছে। যেমন মোবাইলেই এখন অতি উচ্চ মানের ভিডিও দেখা যায়। এই ভিডিও দেখার জন্য সাধারণ ভিডিও ফাইলগুলোকে মোবাইল এর ফরমেটে কনভার্ট করে নিতে হয়। এজন্য দরকার হয় একটি ভাল ভিডিও কনভার্টার এর। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিও এর মান তেমন ভাল হয় না। এর মূল কারন ঐ ভিডিও কনভার্টার। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই জনপ্রিয় ভিডিও কনভার্টার। এটি শুধু মোবাইল ভিডিও কনভার্টারই নয়। এটির মাধ্যমে অডিও কনভার্শন, নরমাল ভিডিও কনভার্শন, সাউন্ড+ভিডিও কোয়ালিটি বাড়ানো ইত্যাদি কাজগুলো করা যায়। এটির নাম Allok all in one converter। তাই এক্ষুনি নিচের লিঙ্ক হতে কনভার্টারটি ডাউনলোড করে নিন (সিরিয়াল সাথে দেওয়া আছে)।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ফায়ারফক্সের গতি বাড়ান সহজেই


ইন্টারনেট ব্যবহার করে অথচ মজিলা ফায়ারফক্স ব্যবহার করে না এরকম ব্যবহারকারী নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেট স্পীডের তুলনাই মজিলা ফায়ারফক্স একটু স্লোই বটে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি টিপস যার মাধ্যমে আপনি ফায়ারফক্সের গতি বাড়াতে পারবেন খুব সহজেই। এজন্য যা করতে হবে-
১। এজন্য ফায়ারফক্সের এড্রেস বারে about:config লিখে এন্টার চাপুন। তাহলে একটি সতর্ক বার্তা আসবে, এখানে I`l be careful, I promise এ ক্লিক করুন।
২। এবার নিচের সেটিং অনুসারে অপশনগুলো খুজে বের করে (ডাবল ক্লিক এর মাধ্যমে) সেট করুন-
(ক) network.http.pipelining সেট করুন true
(খ) network.http.proxy.pipelining সেট করুন true
(গ) network.http.pipelining.maxrequests সেট করুন 30
(ঘ) network.dns.disableIPv6 সেট করুন true
(ঙ)এবার উইন্ডোর যে কোন খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু ০ (জিরো) করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিয়ে সেট করুন true
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিয়ে সেট করুন true 
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.notify.interval নাম দিয়ে ভ্যালু 750000 করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.max.tokenizing নাম দিয়ে ভ্যালু 2250000 করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.notify.backoffcount নাম দিয়ে ভ্যালু 5 করে দিন।

আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.switch.threshold নাম দিয়ে ভ্যালু 750000 করে দিন।
এবার ফায়ারফক্স রিস্টার্ট দিন এবং দেখুন স্পীডের মজা। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

লক করুন আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট (কোন সফটওয়্যার ছাড়াই !!!)


ইউএসবি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে বর্তমান যুগে ইউএসবি প্রযুক্তি বিভিন্ন ডিভাইস এর ব্যবহার সহজ করে দিয়েছে। আবার এই পোর্ট ইউজ করেই হতে পারে ডাটা চুরি, ভাইরাস আক্রমন সহ বিভিন্ন অসাধু কাজ। এ সমস্যা হতে মুক্ত হওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি যার মাধ্যমে ইউএসবি পোর্টগুলোকে সাময়িকভাবে বন্ধ করে রাখা যায়।
আজ আপনাদের সাথে এমন একটি টিপস্‌ শেয়ার করব যার মাধ্যমে আপনারা কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করতে পারবেন। এজন্য যা করতে হবে-
১। প্রথমে Win+R কীদ্বয় চাপতে হবে, তাহলে Run ডায়লগ বক্স আসবে।
২। এবার Regedit লিখে এন্টার চাপতে হবে। তাহলে Registry Editor ডায়লগ বক্স আসবে।
৩। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Services >> UsbStor ধাপগুলো অনুসরণ করি।
৪। এবার ডান পাশের অংশ হতে Start এ ডাবল ক্লিক করে ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করে দিয়ে Hexadecimal এ ক্লিক করে দিতে হবে (যদি তা সিলেক্টেড না থাকে)। এবার ওকে করে বেরিয়ে আসুন। (সরাসরি কাজ না করলে রিস্টার্ট দিন)
তাহলেই আপনার ইউএসবি পোর্ট ব্লক হয়ে যাবে। আবার খুলতে হলে 4 এর জায়গায় 3 লিখে দিন। তাহলেই ইউএসবি পুনরায় আনব্লক হয়ে যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার লো কনফিগারেশন পিসিটির জন্য একটি জরুরী টিপস

আপনার পিসি যদি লো কনফিগারেশন এর হয়ে থাকে, তাহলে এই টিপসটি অনুসরণ করে আপনি আপনার কম্পিউটারের সামগ্রিক পারফরমেন্স বৃদ্ধি করতে পারবেন। এই টিপসটির মূল উদ্দেশ্য উইন্ডোজ এক্সপির প্রিফেচ্‌ অপশনটি ডসেবল করা। এই প্রিফেচ্‌ অপশনটি ডিসেবল করার মাধ্যমে কম্পিউটারের বুট টাইম, এপ্লিকেশন লোড টাইম, পারফরমেন্স ইত্যাদি তরান্বিত করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters ধাপগুলো অনুসরণ করুন।
৩। এবার EnablePrefetcher এর ভ্যালু ০ (শুন্য) সেট করে বেরিয়ে আসুন।
৪। এবার রিস্টার্ট দিয়ে দেখুন আপনার লো কনফিগারেশন পিসির সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে কিনা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার এক্সপির গেস্ট একাউন্টেও পাসওয়ার্ড দিতে পারবেন

আমরা সাধারণত সবাই (যারা যারা এক্সপি ব্যবহার করে থাকেন) এডমিনিস্ট্রেটর একাউন্ট ব্যবহার করি। আমরা জানি কম্পিউটারের সমস্ত এডমিনিস্ট্রেটিভ পাওয়ার অন্যের হাতে তুলে দেওয়াটা কতটুকু ভয়ংকর হতে পারে। তাই এ সমস্যার সমাধান হিসেবে অনেকেই এক্সটির গেস্ট একাউন্ট ব্যবহার করে থাকে। গেস্ট একাউন্টের মূল সুবিধা হচ্ছে একজন গেস্ট ইউজার কোনভাবেই কম্পিউটারের মূল সফটওয়্যার কাঠামো পরিবর্তন করার কোন ক্ষমতাই পায় না। অর্থাৎ সে চাইলেই কোন সফটওয়্যারের কোন ক্ষতি করতে পারবে না। এছাড়াও আরো বিভিন্ন সুবিধা রয়েছে এই গেস্ট একাউন্টে। কিন্তু এই গেস্ট একাউন্টের মূল অসুবিধা হচ্ছে এতে পাসওয়ার্ড প্রদান করা যায় না। এক্সপিতে সাধারণ কন্ট্রোল প্যানেল ব্যবহার করে গেস্ট একাউন্টে পাসওয়ার্ড দেয়া যায় না। গেলেও পদ্ধতিগুলো খুবই জটিল। তাই এই সমস্যার সমাধান হিসেবে আজ আপনাদের শিখাবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে গেস্ট একাউন্টে পাসওয়ার্ড প্রদান করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার এডমিনিস্ট্রেটর (সাধারণ ইউজার) একাউন্টে প্রবেশ করুন।
২। এবার Win+R চেপে রান ডায়লগ বক্স আসলে সেখানে CMD লিখে এন্টার চাপুন।
৩।এবার ডস উইন্ডো আসলে (সাধারণত কালো স্ক্রীণ) সেখানে net user guest * লিখে এন্টার চাপুন।
৪। তাহলে এবার আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে (সাধারণত দুইবার)।
ব্যস হয়ে গেল। এবার আপনার গেস্ট একাউন্ট খোলার চেষ্টা করুন। দেখুন পাসওয়ার্ড ছাড়া খুলতে পারছেন কিনা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS