ডাউনলোড করে নিন সিরিয়ালের গুদাম

 একটি বিদেশী পরিসংখ্যান হতে জানা যায়, আমাদের দেশে আমরা যত সফটওয়্যার ব্যবহার করি তার ৮৫% পাইরেটেড ভার্শন। আমাদের মতো দেশে কত জনেরইবা ফুল ভার্শন/পেইড সফটওয়্যার কিনে ব্যবহার করার ক্ষমতা আছে? তাই আমরা অন্যের রেজিস্ট্রার্ড সিরিয়াল কী অথবা হ্যাকারদের হ্যাককৃত ক্র্যাক ব্যবহার করি। আজ আপনাদের উপহার দেব এমন একটি সফটওয়্যার যাকে এক কথায় সিরিয়ালের গুদাম বললে ভুল হবে না। বুঝতেই পারছেন সফটওয়্যারটির গুরুত্ব। তাই এক্ষুনি ডাউনলোড করে নিন এই মূল্যবান সফটওয়্যারটি। (এটি পোর্টেবল ভার্সন, আর এতে লেটেস্ট সফটওয়্যারের সিরিয়াল কী নাও পেতে পারেন।)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার উইন্ডোজেও শুরু করে দিন টেবড্‌ ব্রাউজিং

বর্তমান প্রায় সব ধরনের ব্রাউজারেই টেবড্‌ ব্রাউজিং সুবিধা পাওয়া যায়। টেবড্‌ ব্রাউজিং এর মাধ্যমে একই উইন্ডোর ভিতর অনেক পেরেন্ট উইন্ডো/ডকুমেন্ট ওপেন করে কাজ করা যায়। কেমন হয় যদি আমাদের সচরাচর উইন্ডোজ ভিত্তিক কাজেও যদি এই সুবিধা উপভোগ করা যায় তাহলে? মাইক্রোসফট অবশ্য তার পরের রিলিজ ভার্সনে (উইন্ডো্জ ৮) টেবড্‌ ব্রাউজিং সুবিধা দেবে বলে জানিয়েছে। কেমন হয় যদি আপনি আপনার বর্তমান উইন্ডোজেই এই সুবিধা আগেভাগেই উপভোগ করতে পারেন? তাহলেতো নিশ্চয় মজা হয়? তাই আজ আপনাদের উপহার দেব এমন একটি ছোট্ট সফটওয়্যার যার মাধ্যমে আপনি একটি ট্যাব এর ভিতর অন্য একটি ট্যাব একই সাথে ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন জলদি। আর উপভোগ করুন টেবড্‌ ব্রাউজিং সুবিধা। Happy Tabbed Browsing

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

স্কাইপির অবস্থা এখন করুন


মাইক্রোসফট এর হাতে যাওয়ার পরপরই স্কাইপির হাল বেহাল হয়ে গেল। বেশ কিছুদিন ধরে স্পাইপির ক্লাইন্টগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। গত ২৬শে মে এই সমস্যা ভালই টের পেয়েছিল স্কাইপির ব্যবহারকারীরা। এখনও সমস্যাটি ঠিকমতো ঠিক হয়ে উঠেনি বলে যানা গেছে। এছাড়াও এ সমস্যাটি প্রথমে উইন্ডোজের ক্ষেত্রে দেখা গেলেও এটি লিনাক্স ও ম্যাক এনভায়ারনমেন্টেও ধরা পড়ে। তবে এটি নিশ্চিত করা গেছে যে সমস্যাটি স্কাইপির সার্ভারে। এদিকে টুইটারে ব্যবহারকারীরা মাইক্রোসফটকে নিয়ে ভালই লেগেছেন। মাইক্রোসফট পৃথিবীর সর্ববৃহৎ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হওয়া সত্বেও অনেকেই আছেন যারা মাইক্রোসফটকে পছন্দ করেন না। তাই এখন লিনাক্সে স্কাইপি ব্যবহারকারীদের অবস্থাও একই। অনেক লিনাক্স ব্যবহারকারীতো স্বীকার করেছেন যে তারা স্পাইপিকে আর আপডেট করবেন না।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার ইয়াহুকে হ্যাক করে ইচ্ছামত আইডি তৈরি করুন সহজেই (প্রতিটি মাত্র ৫ সেকেন্ডে)

ইয়াহু নি:সন্দেহে একটি ভাল ইমেইল সেবা দাতা প্রতিষ্ঠান। যদিও আমি পার্সনালি ইয়াহুর বিরুদ্ধে। কিন্তু অনেকের মতে বিশেষ করে যারা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে তাদের কাছে ইয়াহুর গুনগান অনেক শুনতে পাওয়া যায়। অনেকেই অনেক কাজে বিভিন্ন ইয়াহু আইডি ব্যবহার করে থাকে। কেনইবা নয়, এ সেবাটি যে ফ্রিতে। তবে আইডি তৈরি করা একটা খুবই বোরিং কাজ। তাই আপনাদের জন্য আজ এমন একটি হ্যাকিং সফটওয়্যার দিচ্ছি যেটির মাধ্যমে আপনি খুব সহজেই (সাধারণত প্রতিটি আইডি তৈরি হতে সময় নেয় ৫ সেকেন্ড!!!) ইয়াহু আইডি তৈরি করতে পারবেন, তাও আবার যত খুশি তত। এজন্য নিচের লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর ফাইলটি আনজিপ করে Register.bat ফাইলটিতে ডাবল ক্লিক করে রেজিষ্টার করে নিন। IR ID maker.exe নামক সফটওয়্যারটি রান করে প্রয়োজনীয় তথ্য লিখে দিন। এবার কোনায় থাকা Start বাটনে ক্লিক করে ক্যাপচা এন্ট্রি করে Create বাটনে ক্লিক করলেই আপনার ইয়াহু আইডি তৈরি হয়ে যাবে এবং Created Bots নামক বক্সে দেখা যাবে। চাইলে আপনি Random Bot ও Random Information এ টিক চিহ্ন দিয়ে এলোমেলো তথ্য ব্যবহার করে ইয়াহু আইডি তৈরি করতে পারবেন। যতবার ক্যাপচা এন্ট্রি করে Create বাটনে ক্লিক করবেন ততগুলো ইয়াহু আইডি তৈরি হবে। ভয় নেই আপনার তৈরিকৃত ইয়াহু আইডিগুলো পাসওয়ার্ড সহকারে মূল ফোল্ডারের Created Bots নামক ফাইলের মধ্যে পাবেন।
ব্যবহার করে দেখুন কি মজার ও কাজের সফটওয়্যার এটি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ডাউনলোড করে নিন পাওয়ারফুল একটি "লকার"


আমরা কম্পিউটারে দৈনন্দিন যেসব কাজ করি সেগুলোর মধ্যে কিছু কাজ খুবই গোপনীয় থাকতে পারে। যেগুলো অন্যের হাতে চলে গেলে হতে পারে অত্যন্ত বড় ক্ষতি। তাই আমরা এ জাতীয় কাজ/ফাইল/ফোল্ডারগুলোকে লুকিয়ে রাখি। তবে অনেক সময় ভাল কোন লকার না থাকায় পড়তে হয় ভীষণ সমস্যায়।
তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই কার্যকর ও পাওয়ারফুল ফোল্ডার লকার। যার নাম Folder Lock 6.5.5 (লেটেস্ট ভার্শন)। সাথে রেজিস্ট্রেশন ইনফরমেশন দেওয়া আছে। তাই এখনই ডাউনলোড করে সংগ্রহে রাখুন এই খুবই শক্তিশালী ফোল্ডার লকার।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এইচ,টি,এম,এল শিখুন বাংলায়

 বর্তমান বিশ্বে সবচেয়ে সহজ ও বড় তথ্য ভান্ডার বলা হয় ইন্টারনেটকে। আমরা বিভিন্ন ওয়েব পেইজ ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেট হতে প্রয়োজনীয় তথ্য বা কার্য সমাধা করি। এই ওয়েব পেইজগুলোর মূল গঠন তৈরি হয় এই এইচ,টি,এম,এল ল্যাংগুয়েজ ব্যবহার করে। ওয়েব পেইজ ডেভেলপমেন্ট শিখার প্রাথমিক ধাপ হচ্ছে এই এইচ,টি,এম,এল। এইচ,টি,এম,এল না জেনে ইন্টারনেটকে ভালভাবে জানা অসম্ভব একটি ব্যাপার। বর্তমানে যে সকল ওয়েব ডেভেলপমেন্ট ল্যাংগুয়েজ প্রচলিত আছে সেই সবগুলোর মূল ধারনা এইচ,টি,এম,এল হতে নেওয়া। এতক্ষণে নিশ্চই এইচ,টি,এম,এল এর গুরুত্ব অনুধাবন করে ফেলেছেন।
তাই আজই শুরু করে দিন এই এইচ,টি,এম,এল এর পাঠ। তাও আবার বাংলায়। এজন্য তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন এই চমৎকার ই-বুকটি (নিচের লিঙ্ক হতে)। ই-বুকটি লিখেছেন জনাব আরিফ করিম।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

স্প্যাম মেইলের চিন্তা ছাড়ুন, জেনে নিন কার্যকর পন্থা


আমরা নেটে কাজ করার সময় বিভিন্ন যায়গায় টেম্পরারি ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়। অনেক সময় বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করার জন্য অথবা হঠাৎ একটি সাময়িক ইমেইল এড্রেসের দরকার পড়লে আমরা জিমেইল অথবা ইয়াহুর একাউন্ট তৈরি করে সময় নষ্ট করি। অনেক সময় নিজের ইমেইল আইডি ব্যবহার করি এবং পরে দেখা যায় অনর্থক কিছু ইমেইল (যেগুলো স্প্যাম মেইল হিসেবে পরিচিত) এসে আমাদের ইমেইল ইনবক্স ভরিয়ে দেয়। অনেক সময় এই স্প্যাম মেইলগুলোই আমাদের আইডি পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়। হ্যাক করে বিভিন্ন একাউন্ট, এমনকি ক্রেডিট কার্ডের মতো মূল্যবান অনেক কিছুই হারাতে হয় আমাদের। এই সবই এই স্প্যাম মেইলের কারনে।
তবে আমরা একটু সতর্ক হলেই এই ঝামেলাটি হতে বাঁচতে পারি।
এজন্য আপনাকে প্রতিক্ষেত্রে যখনই টেম্পরারি কোন ইমেইল একাউন্ট কোন সাইটে দেওয়ার প্রয়োজন হলে আপনি - "যে কোন একটি আইডি@mailinator.com" ঠিকানাটি ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ: test@mailinator.com। তাহলে যা স্প্যাম মেইল আসুক না কেন সবই জমা হবে Mailinator এর ইনবক্সে। ভাববেন না। আপনি যে কোন আইডিই ব্যবহার করতে পারেন।
এবার ভাবছেন কি মেইল আসলো চেক করবেন কি করে? সমস্যা নেই। চলে যান এই ঠিকানায়: http://www.mailinator.com/index.jsp এবার Check your Inbox লেখা বক্সে আপনার ব্যবহৃত আইডিটি টাইপ করে এন্টার চাপুন। ব্যাস, আপনি পেয়ে যাবেন আপনার টেম্পরারি ইনবক্স। একাউন্টটি কিছু ঘন্টার জন্য একটিভ থাকবে। তারপর এটি অটোমেটিকভাবেই মুছে যাবে। তার সাথে সাথে এটি খেয়ে ফেলবে আপনার একাউন্ট ইনবক্সে আসা সকল স্প্যাম মেইলগুলো। তাই এই সাইটটির স্লোগান হচ্ছে: Mailinator - Let them Eat Spam!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মুছে যাওয়ার ফাইল রিকভার করুন সহজেই


ভুলে কোন ফাইল মুছে ফেলেছেন? আর সেটি যদি হয় খুবই গুরুত্বপূর্ণ কোন ফাইল, তাহলেতো সবই শেষ!! এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঘুরতে থাকি একটি বিশ্বস্ত ও কার্যকর কোন রিকভারী সফটওয়্যার এর পিছনে। কাঙ্খিত সফটওয়্যার খুজে পেতে অনেক সময় হতে হয় গলদঘর্ম। আবার এসব সফটওয়্যার অনেক সময় দাম দিয়ে কিনতে হয়। যা আমাদের দেশে একটি বিরাট সমস্যা।
তাই আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি শক্তিশালী অথচ ফ্রি সফটওয়্যার। সফটওয়্যারটির নাম Recuva. তাই এখনি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটিকে। নিচে ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমার দেখা সবচেয়ে দ্রুততম ওয়েব ব্রাউজার

আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ওয়েব ব্রাউজার, যেটি ছাড়া আমি আর কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করি না। আমার কাছে এটি পৃথিবীর সেরা ওয়েব ব্রাউজার। এটির ব্রাউজিং স্পিড ও অন্যান্য সব ফিচার অত্যন্ত প্রশংসনীয়। মজিলা কর্তৃপক্ষ মজিলা ফায়ারফক্সের কিছু কোডিং ও বৈশিষ্ট্য নিয়ে এই ব্রাউজারটি তৈরি করে। এটির অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
১। Online Bookmark Manager
২। Online Video Download
৩। Download Manager
৪। Word Translator
৫। Coloured Tabs
৬। Much Safer
৭। Superior Performance 
আমার কথা বিশ্বাস না হলে তাহলে আজই ট্রাই করে দেখুন এই অসাধারণ ওয়েব ব্রাউজারটি। ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

জেনে নিন আপনার কম্পিউটারের বুট টাইম কত, খুব সহজেই


আপনি কি জানেন আসলেই আপনার কম্পিউটার স্টার্ট হতে কত সময় (বুটআপ টাইম) কত? হয়ত ধারণা করতে পারবেন কিন্তু বরাবর সময়টা বলতে পারবেন না। তাই আপনার কম্পিউটারের বুটআপ টাইম জানার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার কম্পিউটারের বুটআপ টাইম কত?
আপনার কম্পিউটারের বুটআপ টাইম ১ মিনিটের কম হলে আপনার কম্পিউটারের রেটিং হবে Excellent. আর যদি এক মিনিটের বেশি হয় তাহলে আপনি বুঝছেনই যে কি করা দরকার?
এই সফটওয়্যারটির নাম Boot Racer. নিচের ডাউনলোড লিঙ্ক হতে সফওয়্যারটি ডাউনলোড করে নিন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পাল্টে যাচ্ছে নকিয়ার OVI সার্ভিস এর নাম

নকিয়ার জনপ্রিয় ওয়েব এপ্লিকেশন স্টোর "ওভি"-র নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছে নকিয়া। নকিয়ার "ওভি" ব্লগের সম্পাদক পিনো বনেট্টি সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন এক্ষেত্রে শুধুমাত্র "ওভি" এর নামই পরিবর্তন করা হবে। বাকী সবকিছু আগের মতোই থাকবে। গ্রাহকরা পূর্বের মতোই নকিয়ার জন্য টোন, গেইম, সফটওয়্যার ডাউনলোড করতে পারবে নতুন ওয়েব স্টোর থেকে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০,০০০ এপ্লিকেশন ডাউনলোড করা হয় নকিয়ার ওভি স্টোর হতে। ভবিষ্যতে নাম পরিবর্তনের মাধ্যমে আরো বড় পরিসরে এই অনলাইন স্টোর পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার নিয়ে নিন আপনার নিজস্ব একটি UK ফোন নম্বর (ফ্রি)

কেমন হয় যদি আপনার একটি নিজস্ব UK ফোন নম্বর থাকে। আর আপনার বন্ধু আপনাকে ঐ নাম্বারে কল করলে কলটি আপনার মোবাইলে রিডাইরেক্ট হয়ে যাবে। তাহলে নিশ্চয় দারুন হয়।
তাই আজকেই নিয়ে নিন আপনার জন্য একটি ফ্রি UK ফোন নম্বর। আর চমকে দিন আপনার বন্ধু বান্ধবদের।
এই মজার জিনিসটি (ফ্রি) করার জন্য আপনাকে যেতে হবে নিচের লিঙ্কে-
এবার Register লিঙ্কে ক্লিক করতে হবে। এবার Spikko Registration বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিন। এখানে অংশে Bangladesh সিলেক্ট করে আপনার মোবাইল নম্বরটি প্রথম শুন্যটি ছাড়াই লিখে দিন। অর্থাৎ ০১৭... এ জায়গায় ১৭... এভাবে লিখে দিতে হবে। এবার ক্যাপচা এন্ট্রিটি টাইপ করে দিন এবং Call Me বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে UK থেকে একটি অটোমেটেড কল আসবে। এবার কলটি রিসিভ করে পিনকোডটি ঠিকমত শুনুন এবং Pincode বক্সে পিনকোডটি লিখে দিন এবং Finish Registration বাটনে ক্লিক করুন। তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার জন্য একটি UK নম্বর। নম্বরটি সংরক্ষণ করে রাখুন এবং আপনার বন্ধুকে বলুন কল করতে। আপনার বন্ধুটি চমকাবেই। গ্যারান্টিড।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

জুমলা শিখুন বাংলায়


আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চমৎকার ও খুবই গুরুত্বপূর্ণ একটি ই-বুক। যেটি লেখা হয়েছে জনপ্রিয় সিএমএস ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার জুমলাকে নিয়ে। তাও আবার বাংলায়। ই-বুকটির লেখক জনাব পার্থ সারথি কর। বইটিতে খুব সাবলীলভাবে জুমলার পরিচিতি ও ব্যবহারবিধি ব্যখ্যা করা হয়েছে। জুমলা শিখতে আগ্রহী যে কেউ এই বইটি পড়ে জুমলা আয়ত্ব করতে পারবেন। ই-বুকটি ডাউনলোড করুন নিচের ডাউনলোড লিঙ্ক হতে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ফায়ারফক্স এর মাধ্যমে চুরি করুন যে কারও আইডি-পাসওয়ার্ড

আজ আপনাদের এমন একটি হ্যাকিং ট্রিক্স শিখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের খুবই পরিচিত ব্রাউজার ফায়ারফক্সকে একটি কীলগার (যে প্রোগ্রাম ব্যবহারকারীর অগোচরে তার আইডি পাসওয়ার্ড চুরি করে) হিসেবে তৈরি করতে পারবেন। এজন্য শুধুমাত্র আপনার ট্রিক্সটি কম্পিউটারে সম্পাদনের পর আপনি যার আইডি পাসওয়ার্ড চুরি করতে চান তাকে কম্পিউটারে বসে (কৌশলে ফায়ারফক্সের মাধ্যমে) লগিন করতে বলুন। আপনার ফায়ারফক্স তাকে কোন প্রকার জিজ্ঞাসাবাদ না করে তার আইডি পাসওয়ার্ড চুরি করে রেখে দেবে।  ট্রিক্সটি সম্পাদনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে এই লিঙ্ক হতে nsLoginManagerPrompter.zip নামে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন।
২। এবার আনজিপকৃত ফোল্ডারটির মধ্যেকার ফাইলটি কপি করে C: >>Program Files >>Mozilla Firefox >>Components ফোল্ডারে প্রবেশ করি এবং পেস্ট করি। (রিপ্লেস কমান্ড চাইলে অবশ্যই রিপ্লেস করতে হবে।)
৩। এবার ফায়ারফক্স রিস্টার্ট করুন। তাহলে আপনার কম্পিউটারে ফায়ারফক্স ব্যবহার করে কেউ কোন একাউন্টে লগিন করলে তার আইডি পাসওয়ার্ড তার অজান্তেই সেইভ হয়ে যাবে।
৪। এবার আইডি পাসওয়ার্ড উদ্ধার করার পালা। এজন্য ফায়ারফক্সের Tools >>Options... >>Security Tab >>Saved passwords >>Show passwords এ যান। তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত আইডি পাসওয়ার্ড।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

লুফে নিন অনেক প্রোগ্রামের তালার এক চাবি


আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাইলকে সুরক্ষিত করার জন্য পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু কোন কারনে পাসওয়ার্ড ভুলে গেলে পড়তে হয় ভীষন বিপাকে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রামের পাসওয়ার্ড ভাংতে সক্ষম। সফটওয়্যারটির নাম Password Unlocker Bundle 5.5 । এই সফটওয়্যারটি এম,এস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, এক্সেস, পিডিএফ, জিফ, রার ইত্যাদি পাসওয়ার্ড ভাংতে পারে। তাই আর দেরী কেন? এক্ষুনি ডাউনলোড করে নিন এই অনেক কাজের সফটওয়্যারটি। সাইজ অবশ্য একটু বড় (৩২.৭ মে,বা)।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিঙ্ক হতে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

প্রায় সকল প্রকার চায়না মোবাইলের কোড জেনে নিন

বর্তমানে চায়না মোবাইলের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। বাড়বেই বা না কেন? এটির দাম অন্যান্য ব্র্যান্ড মোবাইগুলোর তুলনায় অনেক কম। তাই আমাদের মতো উন্নয়নশীল দেশে এইসব চায়না মোবাইল ব্যবহার না করেও উপায় নেই। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। এই চায়না সেটগুলোর আবার সমস্যার অন্ত নেই। অনেকগুলো তো আবার ওয়ান টাইম সেট। তাই আজ আপনাদেরকে দেবো চায়না মোবাইলের কিছু কোড। কে জানে হয়ত কাজেও লেগে যেতে পারে।
 বেশিরভাগ চায়না সেটেই নিচের কোডগুলো কাজ করবে-
*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED
*#0000# + Send : Set Default Language CONFIRMED
*#0007# + Send : Set Language to Russian CONFIRMED
*#0033# + Send : Set Language to French CONFIRMED
*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED
*#0039# + Send : Set Language to Italian CONFIRMED
*#0044# + Send : Set Language to English CONFIRMED
*#0049# + Send : Set Language to German CONFIRMED
*#0066# + Send : Set Language to Thai CONFIRMED
*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED
*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED
*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normaly.
চায়না সেটের আরো কিছু রিসেট কোড
*#77218114#     *#881188#     *#94267357#    *#9426*357#     *#19912006#     *#118811#    *#3646633#
চায়না সেটের আরো কিছু কোড আমার সংগ্রহে আছে যেগুলো এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

গুগলকে সঠিকভাবে ব্যবহার করে সিরিয়াল নম্বর খুঁজুন


আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। পেইড সফটওয়্যারগুলো সিরিয়াল নম্বর ছাড়া ব্যবহার করা যায় না। অনেক সময় সিরিয়াল নম্বর হারিয়ে গেলে এইসব গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো আমরা আর ব্যবহার করতে পারি না। তাই সবশেষে ইন্টারনেটে সার্চ করি । কিন্তু সঠিকভাবে খুঁজতে না জানার কারণে সিরিয়াল নম্বর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়ে খোঁজাই ছেড়ে দেই।
তাই আজ আপনাদের শেখাবো কিভাবে গুগলকে সঠিকভাবে ব্যবহার করে কোন সিরিয়াল নম্বর খুঁজতে হয়।
এজন্য আপনাকে একটি কী-ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সেটি হচ্ছে 94FBR। গুগলে কোন সফটওয়্যার এর নাম লিখার পূর্বে 94FBR কী-ওয়ার্ডটি লিখে সার্চ করলেই আপনি আপনার নির্দিষ্ট সিরিয়াল নম্বরের মূল লিঙ্কটি পেয়ে যাবেন।
উদাহরণ- 94FBR  Kespersky 9.0।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মাদারবোর্ডের ড্রাইভার এখন কোন সমস্যাই নয়


আমরা জানি ড্রাইভার ছাড়া কোন ডিভাইসই ঠিকমতো কাজ করতে পারে না। মাদারবোর্ডের ক্ষেত্রে ব্যাপারটি আরো বড় সমস্যা। কারণ মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান অংশগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপুর্ণ অংশ। যদি কোন সময় এই মাদারবোর্ডের ড্রাইভার হারিয়ে যায় তাহলে পড়তে হয় এক অকূল পাথারে। হুবহু একই মাদারবোর্ডের ড্রাইভার খোঁজ করা তো এক দুঃসাধ্য ব্যাপার। আর ইন্টারনেট থেকে সঠিক লিংক বেছে নিয়ে ডাউনলোড করাও অনেক জটিল কাজ।
এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যেটা আপনাকে দেবে সঠিক ড্রাইভারের সঠিক লিংক। যেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার নির্দিষ্ট ড্রাইভারটি। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে এই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। তারপর ডাউনলোডকৃত সফটওয়্যারটি চালু করলে উপরের চিত্রের ন্যায় আসবে।
৩।এখানে আপনার মাদারবোর্ডের মডেলসহ বিভিন্ন তথ্য, বিভিন্ন ড্রাইভারগুলোর তালিকা ইত্যাদি দেখাবে।
৪। এবার যে ড্রাইভারটি ডাউনলোড করতে হবে সেটির উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার ড্রাইভারটির ডাউনলোড লিঙ্ক।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার ওয়েব ব্রাউজারেই পড়ুন PDF ফাইল


অনেক সময় কম্পিউটারে কোন পিডিএফ সফটওয়্যার না থাকলে পিডিএফ ফাইলগুলো পড়া যায়না। অনেকে এডবির এক্রোবেট রিডার পছন্দ করেন না, কারন এর গতি খুবই ধীর প্রকৃতির । তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফায়ারফক্স ও গুগল ক্রোমে পিডিএফ ফাইল পড়া যায় কোন সফটওয়্যার ইন্সটল না করেই। এজন্য আপনাদের ব্যবহার করতে হবে গুগল ডক্স ভিউয়ার নামক দুটি প্লাগইন। এই প্লাগইনগুলো ব্যবহার করে আপনারা ওয়েবে নির্দিধাই পিডিএফ ফাইল পড়তে পারবেন।
ফায়ারফক্স এর জন্য প্লাগইনটি পাবেন এই ঠিকানায় - https://addons.mozilla.org/en-US/firefox/addon/14814
আর,
গুগল ক্রোমের জন্য প্লাগইনটি পাবেন এই ঠিকানায় - https://chrome.google.com/extensions/detail/egljjohbmnnpicoiddaapkpejfpnmmpe
এরপর আপনি যেকোন পিডিএফ ফাইল খুললে তা গুগল ডক্স ভিউয়ার খুলবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পরিবর্তন করে নিন আপনার কম্পিউটারের ম্যাক এড্রেস


আমাদের দেশের বেশির ভাগ আইএসটি কোম্পানীগুলো আমাদের কম্পিউটারের ল্যান কার্ড ব্যবহার করে আমাদেরকে সংযোগ প্রদান করে থাকে। এক্ষেত্রে তারা আমাদের ল্যান কার্ডের ম্যাক এড্রেসটি নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট স্পীডে রিজার্ভ করে দেয়। উল্লেখ্য যে, ম্যাক এড্রেস হচ্ছে ল্যান কার্ডের এমন একটি আইডেন্টিফিকেশন নম্বর যা দিয়ে পৃথিবীর প্রতিটি ল্যান কার্ডকে আলাদা করা হয়। এটি অনেকটা আমাদের মোবাইলের IMEI নম্বরের মতো। যদি কোন সময় আমাদের পিসি পাল্টানোর প্রয়োজন পড়ে বা ল্যান কার্ডটি নষ্ট হয়ে যায় তাহলে আবার আইএসপির সাথে যোগাযোগ করতে হয়, যা অনেকটা ঝামেলার কাজ। তাই আজ আপনাদের শিখাবো কিভাবে কোন সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই আপনার ল্যান কার্ডের ম্যাক এড্রেস পরিবর্তন করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- (তার আগে Win+R কীদ্বয় চেপে cmd লিখে এন্টার চাপার পর ipconfig/all লিখে এন্টার চাপলে বর্তমান ল্যান কার্ডের নাম ও ম্যাক এড্রেস জেনে নেওয়া যাবে।)
১। প্রথমে Start -- Settings -- Control Panel -- Network Connection এ যান।
২। এবার আপনার ল্যান কার্ডের Local Area Network এর উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৩। এবার Configure -- Advanced ট্যাবে ক্লিক করে Property বিভাগের Network Addresss অপশনে ক্লিক করুন।
৪। এবার ডান পাশে Value নামক ঘরে নির্দিষ্ট ম্যাক এড্রেস (কোন হাইফেন ছাড়া) টাইপ করে দিন এবং OK দিয়ে বের হয়ে আসুন।
ব্যস হয়ে গেল। এবার আগের মতো চেক করে দেখুন আপনার ম্যাক এড্রেস পরিবর্তন হয়েছে কিনা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বিশ্লেষণ


বিভিন্ন দেশ তার নাগরিকদের জন্য ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশ সরকারও তার নাগরিকদের জন্য সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করেছে। অনেক দেরীতে হলেও এটি বাংলাদেশ সরকারের একটি ভাল উদ্যোগ।
আমাদের আইডি কার্ডে কার্ডের পরিচয় সূচক ১৩টি নম্বর রয়েছে। এই ১৩টি নম্বরের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। আসুন জেনে নিই এই ১৩ টি নম্বর কি কি অর্থ বহন করে।
যেমন উদাহরণস্বরূপ একটি আইডি কার্ড নম্বর নেয়া যাক-
৮৪২৮৭০৮১৪৮৩৩৭ (আমার আইডি কার্ড)
*** এখানে প্রথম ২টি ডিজিট হচ্ছে জেলা কোড। যেমন এখানে ৮৪ হচ্ছে রাংগামাটি জেলার কোড।
*** এর পরবর্তী ডিজিট হচ্ছে ২। ২ কোডটি ব্যবহৃত হয় পৌর এলাকা বোঝানোর জন্য। এখানে ১ থাকার অর্থ পল্লী এলাকা, ৩ থাকার অর্থ শহর এলাকা, ৫ থাকার অর্থ ক্যান্টঃ বোর্ড, ৯ থাকার অর্থ সিটি কর্পোরেশন।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে উপজেলা কোড। এক্ষেত্রে ৮৭ হচ্ছে রাংগামাটি সদর উপজেলা কোড।
*** পরবর্তী ২টি ডিজিট হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড। এখানে ০৮
*** পরবর্তী ৬টি ডিজিট হচ্ছে ব্যক্তিগত আইডেন্টিফিকেশন নম্বর।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ভাইরাসের কারনে হিডেন হয়ে যাওয়া ফাইল/ফোল্ডার ফেরত আনুন নিমেষেই


অনেক সময় অনেক ভাইরাসের কারনে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার হিডেন হয়ে যায়। এন্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসটিকে কাটা গেলেও লুকানো ফাইল/ফোল্ডার ফেরত আনা যায়না। সমস্যাটি খুব ছোট হলেও খুব বিরক্তিকর। তাই আজকে আপনাদের শেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন।
১। এজন্য Win+R কীদ্বয় চেপে cmd লিখে এন্টার চাপুন।
২। এবার যে ড্রাইভ হতে আপনার ফাইল/ফোল্ডার হিডেন হয়ে গেছে সে ড্রাইভের ড্রাইভ লেটার লিখে সাথে একটি : চিহ্ন দিয়ে এন্টার চাপুন। (উদাহরণ:-  যদি আপনার ফাইল/ফোল্ডার D ড্রাইভে হিডেন হয়ে থাকে তাহলে D: লিখে এন্টার চাপুন।
২। এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার চাপুন। এবার Exit লিখে বের হয়ে আসুন।
এখন আপনার নির্দিষ্ট ড্রাইভে গিয়ে দেখুন লুকায়িত ফাইল/ফোল্ডারটি পেয়েছেন কিনা?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মজিলার সকল প্রোডাক্টের ব্যাকআপ রাখুন সহজেই

ব্রাউজারের দুনিয়াই মজিলা একটি অন্যতম সেরা ব্রাউজার। যার ব্যবহারকারী প্রতিদিনই বেড়ে চলেছে। আমরা ইন্টারনেটের ভুবনে সফর করার সময় কমবেশি সবাই মজিলার বিভিন্ন প্রোডাক্ট যেমন - ফায়ারফক্স, থান্ডারবার্ড, সানবার্ড, কমেটবার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু যদি কোন সময় কম্পিউটারের কোন সমস্যার কারনে এইসব প্রোডাক্টের বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড ইত্যাদি মুছে যায় তাহলে পড়তে হয়ে এক বিশাল সমস্যায়।
তাই এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই মজিলার যাবতীয় প্রোডাক্টের ব্যাকআপ নিতে পারবেন।
সফটওয়্যারটির নাম MozBackup। এটি আপনার কম্পিউটারে ইন্সটলকৃত মজিলা প্রোডাক্টগুলোর বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড ইত্যাদি ব্যাকআপ ও রিস্টোর এর সুবিধা দেয়। নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এই সফটওয়্যারটি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার আপনার চোখের যত্ন নেবে আপনার কম্পিউটার

আমরা সবাই কমবেশি জানি যে কম্পিউটার মনিটর থেকে যে গামা রশ্মি বের হয় তা চোখের জন্য ক্ষতিকর। তাই বলে কি বর্তমান সময়ে কম্পিউটার থেকে দূরে থাকলে চলে? মনিটর হতে ২৪ ঘন্টাই একই পরিমাণ আলো/রশ্মি বের হয়। কিন্তু দিনের বেলায় এই আলো আমাদের চোখে না লাগলেও রাতের বেলায় এই অতিরিক্ত আলো আমাদের চোখে লাগে।
কেমন হয় যদি কোন সফটওয়্যার দিনের এবং রাতের পার্থক্য বুঝে আপনার চোখের জন্য প্রয়োজনীয় আলো মনিটর হতে সরবরাহ করে? তাহলে নিশ্চই ভালো হয়?
তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি উপকারী অথচ ছোট্ট সফটওয়্যার। নিচে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর আপনার অমূল্য ধন চক্ষুকে সুরক্ষিত রাখুন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

শেষ পর্যন্ত স্কাইপি মাইক্রোসফটের হলো

শেষ পর্যন্ত অনেক রেশারেশির পর জনপ্রিয় ভিওআইপি সফটওয়্যার স্কাইপি-কে ৮.৫ বিলিয়ন ডলারে কিনে নিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এটি বর্তমান সময়ের সর্বাধিক আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি। মাইক্রোসফট তার ইতিহাসে এই প্রথম এত বড় কোন চুক্তি সই করল।এর আগে ফেইসবুক ও গুগল ইতিমধ্যে অনেকবার স্কাইপিকে ক্রয় করার প্রচেষ্টা চালায়। তবে এক্ষেত্রে মাইক্রোসফটই সবচেয়ে সফল।
অনেকের মনে তাই জল্পনা কল্পনার কোন শেষ নেই। মাইক্রোসফট এবার কিভাবে সাজাবে জনপ্রিয় স্কাইপিকে। মাইক্রোসফট এর স্টিভ বলমার জানালেন যে মাইক্রোসফট স্কাইপি ভিডিও কলিং এর সময় তারা বিজ্ঞাপন প্রদর্শন করে লাভজনক ব্যবসার আশা করছে। স্কাইপির বর্তমান রেগুলার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭০ মিলিয়ন প্রায়। তাই বিজ্ঞাপনকেই লাভজনক খাত হিসাবে দেখছে মাইক্রোসফট।
তবে এটা ঠিক যে ভিডিএ এডকে কোন ব্যবহারকারীই পছন্দ করে না। এ সম্পর্কে স্কাইপির ভাইস প্রেসিডেন্ট বলেন,
“The key thing will be not to get in the way of the calls…We need to find a clever way of doing it [inserting adverts].”

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার ইমেইল আইডি ছাড়াই ইমেইল করুন আপনার বন্ধুকে

ধরুন আপনি আপনার কোন বন্ধুকে বা অন্য কাউকে মেইল করতে চাচ্ছেন কিন্তু আপনার ইমেইল এড্রেসটি তাকে জানাতে চাচ্ছেন না। তাহলে আমার কাছে আছে একটি সহজ সমাধান। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
১। প্রথমে www.enote.com ঠিকানায় যান।
২। এবার উপরের ছবির ন্যায় একটি স্ক্রীণ আসবে।
৩। এখানে Send To বক্সে আপনি যাকে ইমেইল পাঠাতে চাচ্ছেন তার ইমেইল ঠিকানা টাইপ করে দিন।
৪। এবার Your E-mail Address বক্সটি খালি রেখে দিন। (যদি আপনার ইমেইল ঠিকানাটি অন্য কাউকে জানাতে না চান)
৫। এবার Subject বক্সে আপনার মেইলের সাবজেক্ট লিখে দিন এবং তার ঠিক নিচের বক্সে আপনার মূল বক্তব্য লিখে দিন।
৬। এখন Enter the Security Code বক্সে পাশের সিকিউরিটি কোডটি এখানে লিখে দিন এবং Send বাটনে চাপ দিন।
ব্যাস তাহলেই আপনার দেওয়া ঠিকানায় আপনার ইমেইল ঠিকানা ছাড়াই মেইল চলে যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পিসি চালু করুন আরো দ্রুত

 আমরা উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে পিসি চালু হবার সময়কে অনেকটুকু কমাতে পারি। এজন্য নিচের ধাপসমূহ অনুসরন করি-
১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করি ।
২। Regedit লিখুন এবং ok করি।
৩। এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করি।
৪। Startup Delay টি খুজে বের করি এবং Double ক্লিক করি।
৫। এখন Decimal এ ক্লিক করি।
৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিই।
৭। এবার Registery Editor বন্ধ করি এবং কম্পিউটার রিস্টার্ট দিই।
আশা করি এতে আপনার কম্পিউটার এর বুটআপ টাইম অনেক কমে আসবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

উইন্ডোজ এক্সপি সেটআপ হবার সময় খেলুন পিনবল গেম


বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা আমাদের কম্পিউটার সিস্টেম সেটআপ দিয়ে থাকি। কিন্তু এই সেটআপ প্রসেসটি অনেক ক্ষেত্রে বিরক্তির সৃষ্টি করে। তাই এই সেটআপ প্রসেসকে যাতে আর বিরক্তিকর মনে না হয় সেজন্য আজ আপনাদের দেব একটি দারুন টিপস্‌। আমরা অনেকেই জানি না যে উইন্ডোজ এক্সপি সেটআপ প্রসেস চলার সময় উইন্ডোজের পিনবল গেমটি খেলা যায় খুব সহজেই। এজন্য যা করতে হবে-
১। উইন্ডোজের পিনবল গেমটি সাধারণত ইন্সটল হয় উইন্ডোজের সিরিয়াল কী দেবার পর।
২। এজন্য উইন্ডোজের সিরিয়াল কী দেবার পর কী বোর্ড হতে Shift+F10 চাপুন। দেখবেন এবার কমান্ড প্রম্পট আসবে।
৩। এবার CD\  লিখে এন্টার চাপুন। এবার CD "PROGRAM  FILES" লিখে এন্টার চাপুন।
৪। এবার CD "WINDOWS  NT" লিখে এন্টার চাপুন। এবার CD  PINBALL লিখে এন্টার চাপুন।
৫। এখন PINBALL.EXE লিখে এন্টার চাপুন। এবার দেখুন পিনবল গেমটি আপনার সামনে চলে এসেছে।
এবার গেম খেলুন আর উইন্ডোজ এক্সপি সেটআপ করুন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করুন এবং জায়গা সাশ্রয় করুন

সাধারণত কোন Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা যায় না। কিন্তু Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে আমরা খুব সহজেই কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারি। যেমন- Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে Pen Drive এর জায়গা সাশ্রয় হতে পারে প্রায় ৪-৪০% পর্যন্ত। আর NTFS ফাইল সিস্টেমের সুবিধার কথাতো সবারই জানা। বর্তমানে স্টোরেজ মিডিয়াগুলোতে ব্যবহৃত সর্বাধুনিক ফাইল সিস্টেম হচ্ছে এই NTFS। বিভিন্ন অতিরিক্ত সুবিধার জন্য এই ফাইল সিস্টেমটি বিখ্যাত।
তবে Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে কিছু ছোটখাট অসুবিধাও দেখা দেয়, যেমন- Pen Drive সেইফলি রিমুভ নাও হতে পারে। Copy-Paste Speed কমে যেতে পারে ইত্যাদি।
তবে অসুবিধার চেয়ে যেহেতু সুবিধাই বেশি সেহেতু ট্রাই করতে ক্ষতি কি? চলুন দেখি Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে কিভাবে ফরমেট করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করি-
১। প্রথমে Pen Drive টির উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করে Hardware ট্যাবে ক্লিক করি।
২। এবার লাগানো পেন ড্রাইভটির উপর ক্লিক করে আবার Properties সিলেক্ট করি।
৩। এখন Policies ট্যাব থেকে Optimize for Performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করি।
৪। এবার পেন ড্রাইভটির উপর রাইট বাটন ক্লিক করে Format সিলেক্ট করে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার মোবাইলের ব্যাটারি চার্জ হবে মানুষের উচ্চারিত ধ্বণিতে


প্রযুক্তি মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন দিয়ে যাচ্ছে। যার সুবিধা ভোগ করে আমরা আমাদের জীবনকে করে চলেছি আরো আরামদায়ক। যার আরেকটি নতুন নিদর্শন আবিষ্কার করেছেন কোরিয়ার একদল গবেষক।
আমরা অনেক সময় আমাদের নিত্য প্রয়োজনীয় যন্ত্র মোবাইল ফোনকে চার্জ দিতে ভুলে যাই। যার জন্য কিছুক্ষন পরেই আমাদের পস্তাতে হয় কম বেশি। আসলে আমাদের জীবন এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আমরা ছোটখাট অথচ গুরুত্বপূর্ণ জিনিসটিই ভুলে যাই।
এবার সম্ভবত মোবাইল চার্জ দেয়ার এ ঝামেলা থেকে পরিত্রাণ পেতে যাচ্ছে মানুষ। কারণ দক্ষিণ কোরিয়ার Institute of Nanotechnology at Sungkyunkwan University in Seoul এ উন্নয়নশীল এই প্রোজেক্ট কিছুদিনের মধ্যেই বাস্তব রূপ নিতে যাচ্ছে।
এ প্রজেক্টে কর্মরত ড. স্যাং ও কিম বলেন
“A number of approaches for scavenging energy from environments have been intensively explored.
তিনি আরো বলেন
“The sound that always exists in our everyday life and environments has been overlooked as a source. This motivated us to realise power generation by turning sound energy from speech, music or noise into electrical power.
“The latter development would have the additional benefit of reducing noise levels near highways by absorbing the sound energy of vehicles.”

আসলে এ প্রযুক্তিটির মূল তত্ব হচ্ছে মানুষের উচ্চারিত শব্দ ধ্বণিকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে ব্যাটারীকে চার্জ প্রদান করা। সুতরাং আপনি যত জোরে কথা বলবেন অথবা যত কোলাহল পূর্ণ জায়গায় কথা বলবেন তত আপনি উপকৃত হবেন আর চার্জ হবে আপনার মোবাইল ব্যাটারী।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

উইন্ডোজ সেভেনের লগ অন স্ক্রীন চেঞ্জ করুন কোন সফটওয়্যার ছাড়াই


আপনি উইন্ডোজ সেভেনের লগ অন স্ক্রীনটি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R কীদ্বয় চেপে Run বক্সে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার Registry Editor ওপেন হলে নিচের ধাপ অনুসারে ক্লিক করুন-
HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background
৩। এবার ডান পাশে দেখবেন OEMBackground লিখা আছে। এটিতে ডাবল ক্লিক করে Value data: ঘরের 0 কে 1
বানিয়ে দিয়ে ok করুণ। এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
৪। এবার ২৫৬ কিলো বাইটের ভেতর একটি ছবি পছন্দ করুন। এবার ছবিটি কপি করে C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে পেস্ট করুন এবং ছবিটিকে backgroundDefault.jpg নামে রিনেম করুন। (info\backgrounds folder পাওয়া না গেলে তৈরি করে নিন।)
৫। ব্যাস, এবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন কাজ করে কিনা!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার ফোল্ডারটিকে লুকিয়ে রাখূন


আমরা সবাই কোন ফোল্ডার লুকানোর জন্য সাধারণত Folder Option ব্যবহার করি। কিন্তু এর চেয়ে সহজেও কোন ফোল্ডার লুকানো সম্ভব। এজন্য যা করতে হবে তা হচ্ছে-
১। প্রথমে যে ফোল্ডারটি লুকাতে হবে তার উপর রাইট বাটন ক্লিক করে Rename সিলেক্ট করি।
২। এবার কী-বোর্ডের Alt চেপে ধরে ০১৬০ টাইপ করুন। দেখবেন একটি স্পেস এসেছে। এবার এন্টার চাপুন। দেখবেন একটি নাম বিহীন ফোল্ডার তৈরি হয়েছে।
৩। এবার আবার ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করি।
৪। এবার Customize ট্যাবের Change Icon বাটনে ক্লিক করি। এবার একটি ব্ল্যঙ্ক (খালি) আইকন সিলেক্ট করি এবং দুবার OK চাপি।
৫। তাহলেই আপনার ফোল্ডারটিকে আর কেউ দেখতে পারবে না। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করুন


আপনার CD/DVD Writer কে অন্যের ব্যবহারের হাত থেকে বাঁচাতে চান? তাহলে আপনার CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করে নিতে পারেন। এটা করাতে আপনার CD/DVD Writer তার রাইটিং ক্ষমতা হারিয়ে ফেলবে এবং একটি সাধারণ CD/DVD ROM এর মতো কাজ করবে। ভয় পাবেন না। আপনি চাইলেই এটিকে আবার রাইটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনার CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১। প্রথমে আপনার CD/DVD Writer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যেতে হবে।
২। এবার Recording ট্যাবের Enable CD Recording on this drive অপশনে টিক চিহ্ন তুলে দিন এবং OK করুন।
ব্যস এতেই আপনার CD/DVD Writer টি CD/DVD ROM এ রূপান্তর হয়ে গেল। তাহলে কেউ আপনার CD/DVD Writer টি ব্যবহার করে কোন সিডি/ডিভিডি রাইট করতে পারবে না। যদিনা সে এই পদ্ধতিটি জানে।
৩। আর পুনরায় রাইট করতে চাইলে উপরের ধাপগুলো অনুসরন করে Enable CD Recording on this drive অপশনে টিক চিহ্নটি দিয়ে দিতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার এন্টিভাইরাসটি কাজের কিনা তা পরীক্ষা করুন সহজেই


বর্তমানে বাজারে প্রচুর এন্টিভাইরাসের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। প্রতিটিই দাবী করে সে সেরা। কিন্তু কোন এন্টিভাইরাসটি আসলেই কার্যকর তা পরীক্ষা করার ছোট্ট একটি সহজ টিপস্‌ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকৃত হবেন।
নিচের ধাপগুলো অনুসরন করুন।
১। প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
২। এবার নিচের কোডটি হুবহু কপি করে পেস্ট করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এবার ফাইলটি সেভ করুন।
৩। এতে আপনার এন্টিভাইরাস সজাগ হয়ে উঠতে পারে এবং আপনাকে ফাইলটি সেভ করতে বাঁধা দিতে পারে। যদি এরকম হয় তাহলে খুব ভালো কারন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে।
৪। যদি তা না হয় তাহলে আপনি ম্যানুয়ালী ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে স্ক্যান করুন। যদি এবার ফাইলটি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে তাহলে তো ভালো। বুঝতে হবে আপনার এন্টিভাইরাসটি কাজ করছে।
৫। এবারও যদি কাজ না হয় তাহলে আপনার এন্টিভাইরাসটিকে কিক মেরে আপনার কম্পিউটার থেকে বের (আনইন্সটল) করে দিন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

চেষ্টা করে দেখুন তো এসব নামে কোন ফোল্ডার বানাতে পারেন কিনা?


আপনি কি জানেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কয়েকটি শব্দ ব্যবহার করে কোন ফোল্ডারের নামান্তর করা যায় না। হ্যাঁ, নিচের শব্দ/নাম গুলো ব্যবহার করে আপনি কোন ফোল্ডারের নাম দিতে পারবেন না। চেষ্টা করে দেখবেন নাকি? বিশ্বাস না হলে চেষ্টা করুন-

PRN, AUX, CLOCK$, NUL, A:-Z:, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3, CON

কি পেরেছেন? পারেননি তো? কেন পারেননি তা বলি এবার। কারন মাইক্রোসফট এমএস ডস তার ডিভাইস ড্রাইভার এর জন্য এই নামগুলো বরাদ্দ রেখেছে যার জন্য আপনি এই নামে কোন ফোল্ডার তৈরি করতে পারবেন না। বুঝলেন?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

নোটপ্যাড দিয়ে হার্ড ড্রাইভ ফরমেট করে ফেলুন


নোটপ্যাড উইন্ডোজের এমন একটি সফটওয়্যার যাকে দিয়ে অনায়াসে অনেক কাজ করিয়ে নেওয়া যায়। আজকে আপনাদের দেখাবো কিভাবে নোটপ্যাড ব্যবহার করে বাইনারী কোডিং এর মাধ্যমে হার্ড ড্রাইভকে ফরমেট করা যায়।

১। প্রথমে নিচের কোডটি হুবহু কপি করে নোটপ্যাডে পেস্ট করুন।
01001011000111110010010101010101010000011111100000
২। এবার ফাইলটিকে যে কোন নামে *.exe এক্সটেশন এর মাধমে (যেমন- Danger.exe) নামে সেইভ করুন। এবার এটিতে ডাবল ক্লিক করলেই সব শেষ। (উইন্ডোজ এক্সপিতে পরিক্ষীত)
আপনি চাইলে ফাইটিতে নিয়ে আরেকটু খেলা করতে পারেন। আপনার তৈরিকৃত ফাইলটিকে অন্যকোন ড্রাইভে রেখে তার একটি শর্টকাট ডেস্কটপে তৈরি করুন। এবার ফাইলটির প্রোপার্টিজে গিয়ে Change Icon এ ক্লিক করে ফাইলটির আইকন মাই কম্পিউটারের মত করে দিন। এবং ডেক্সটপের মূল মাই কম্পিউটার আইকনটি মুছে দিন। এবার বুঝুন মজা। (ভুলেও ট্রিক্সটি নিজের কম্পিউটারে টেস্ট করবেন না।)

আপনি চাইলে শুধুমাত্র C Drive কে ফরমেট করতে পারবেন। এজন্য নিচের কোডটি কপি করে উপরের ধাপগুলো অনুসরন করুন।
01100110011011110111001001101101011000010111010000
100000011000110011101001011100
0010000000101111010100010010111101011000


(অন্যের ক্ষতি করার জন্য এই ট্রিক্সটি ব্যবহার করবেন ন।)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বলতে পারেন গুগলের চেয়ারম্যান এর বেতন কত?

আপনি জানেন কি জনপ্রিয় জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগলের চেয়ারম্যান এর বেতন কত? একটু ভেবে দেখুন না পারলে তো বলছিই। বেতন বলতে না পারেন, ওনার নামটা তো জানেন, ইনি হলেন-স্মিড।

পুরা নাম "ইরিক স্মিড"। ইনি প্রথমে গুগলের সিইও ছিলেন। গুগলের বর্তমান সিইও এর নাম হচ্ছে ল্যারি পেজ। ইনি গুগলের সহ প্রতিষ্ঠাতা।
কি এখনো বলতে পারবেন না গুগলের চেয়াম্যানের বেতন কত? আচ্ছা আমি বলে দিচ্ছি। গুগলের চেয়ারম্যানের বার্ষিক বেতন হচ্ছে মাত্র ১.২৫ মিলিয়ন ডলার। সিইও থাকাকালীন তিনি বেতন পেতেন মাত্র ১ মিলিয়ন ডলার।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ডাউনলোড করুন উইন্ডোজ সেভেন এর অসাধারণ একটি টুলবক্স

কেমন হয় যদি উইন্ডোজ সেভেন-এর সকল টুল, সেটিংস, ফাংশন, ট্রিকস ইত্যাদি সবই একই সফটওয়্যারের মধ্যে পাওয়া যায়? তাহলে নিশ্চয় খুবই সুবিধা হয়? তাই আজকেই ডাউনলোড করে নিন উইন্ডোজ সেভেনের এই অসাধারণ টুলবক্সটি। যার নাম Windows 7 in a Box এবং সাইজ মাত্র ২৮০ কিলোবাইট !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ফেইসবুক চার বিলিয়ন ডলারের বিনিময়ে স্কাইপিকে কিনে নিতে চাইল

জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এবার স্কাইপিকে কিনে নিতে উঠে পড়ে লেগেছে। নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গেছে ফেইসবুক জনপ্রিয় ভিওআইপি সফটওয়্যার স্কাইপিকে কিনে নিতে বা একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার মূল্যস্বরূপ ফেইসবুক চার বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে রাজি আছে।

যদিও স্কাইপি তাদের নতুন ভার্সন ৫.০ তে ফেইসবুককে ইন্টিগ্রেড করেছে। তবে এ ব্যাপারে স্কাইপি কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা এ ব্যাপারে কোন তথ্য দিতে রাজি হয়নি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS