কোন ওয়েব সাইটে প্রবেশ করুন রেজিষ্ট্রেশন করা ছাড়াই

এখনকার বেশিরভাগ ওয়েব সাইটে ঢুকতে গেলেই রেজিষ্ট্রেশন করতে হয়। কিন্তু এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া খুবই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। যদি এমন হত যে কোন ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার আগেই সেই ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড পাওয়া যায়! তাহলে আপনি রেজিষ্ট্রেশন করা ছাড়াই ঘুরে আসতে পারবেন সেই ওয়েবসাইটটি। এজন্য আজ আপনাদের দেব এমন একটি ওয়েব সাইটের ঠিকানা যেখান থেকে আপনি পেতে পারেন যে কোন ওয়েবসাইটে প্রবেশের জন্য আইডি পাসওয়ার্ড। এজন্য আপনাকে যেতে হবে এই ঠিকানায়
১। এবার One more step to access bugmenot.com নামক বক্সে ক্যাপটা এন্ট্রি করুন এবং Request Access বাটনে ক্লিক করুন।
২। এবার যে উইন্ডোটি আসবে এখানে ওয়েবসাইটির (যেটির লগিন আইডি পাসওয়ার্ড প্রয়োজন) সেটি দিয়ে Get logins বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন আইডি পাসওয়ার্ড এর তালিকা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ইন্টারনেটেই আপনার বয়স মেপে নিন


বয়স পরিমাপ করার জন্য আমরা কত না যোগ বিয়োগ অঙ্ক কষি। কখনও এক্সাক্ট বয়স বের করতে করতে মাথার ঘাম পায়ে এসে পড়ে। বিভিন্ন ক্ষেত্রে যেমন চাকুরীর বায়ো ডাটা তৈরি করার সময় আমাদের এক্সাক্ট বয়স উল্লেখ করতে হয়। তাই আজ আপনাদের দেব এমন একটি ওয়েব সাইটের ঠিকানা যেখান থেকে আপনি আপনার সঠিক বয়স (সময়সহ) জেনে নিতে পারবেন খুব সহজেই। ওয়েব সাইটটিতে যাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। এবার যে ওয়েব পেইজটি আসবে সেখানে আপনার জন্ম তারিখ ঠিক করে দিন এবং Find your age বাটনে ক্লিক করুন। (চাইলে আপনি সময়সহ আপনার বয়স নির্ণয় করতে পারবেন। তবে তা ঐচ্ছিক।) তাহলেই আপনি আপনার এক্সাক্ট বয়স পেয়ে যাবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

তৈরি করুন একটি গুগল সার্চ ইঞ্জিন পেজ আপনার নাম দিয়ে

আমরা ইন্টারনেটে প্রতিনিয়ত যে কোন কিছু সার্চ করার জন্য কোন না কোন সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে থাকি। এদের মধ্যে গুগল, ইয়াহু, বিং অন্যতম। তবে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিঃসন্দেহে গুগল। কেমন হয় যদি এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের পেজে গুগলের নাম এর জায়গায় আপনার নাম থাকে! তাহলে নিশ্চয় খুব মজার হয়? তাই আজ আপনাদের শেখাবো কিভাবে নিজের নাম দিয়ে গুগলের মতো পেজ তৈরি করবেন তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যেই। এজন্য যা করতে হবে-১। এজন্য প্রথমে এই লিঙ্কে যান।
২। এবার Enter your name বক্সে আপনার নাম লিখে দিন।
৩।এবার Select a logo style অংশ হতে যে কোন একটি স্টাইল সিলেক্ট করলেই আপনি পেয়ে যাবেন আপনার নাম সম্বলিত গুগল পেজ।
৪। এবার ব্রাউজারের এড্রেস বার হতে লিঙ্কটি কপি করে পৌঁছে দিন আপনার বন্ধুর কাছে। আপনার বন্ধু নিঃসন্দেহে চমকাবেই।
আমার গুগল পেজটি দেখুন

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ডাউনলোড করে নিন একটি দারুন ভিডিও প্লেয়ার (সব কাজের কাজী )

আমরা দৈনন্দিন ভিডিও গান দেখার সময় বিভিন্ন টাইপের গান বিভিন্ন প্লেয়ার-এ শুনে থাকি। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হচ্ছে - উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, মিডিয়া প্লেয়ার ক্লাসিক, গম প্লেয়ার, কেএম প্লেয়ার, জেট অডিও, রিয়ার প্লেয়ার, বিভিন্ন কোডেক ইত্যাদি। কিন্তু এই সমস্ত ভিডিও প্লেয়ারগুলোতে সকল সুবিধার ব্যবস্থা থাকে না। কোনটিতে কোডেকের অভাব, কোনটি একটি ভারী মেমোরী খরচ করে, কোনটির ভিডিও কোয়ালিটি ভাল নয় ইত্যাদি। এজন্য আমাদেরকে ইচ্ছা না থাকলেও কয়েকটি ভিডিও প্লেয়ার কম্পিউটানে ইন্সটল করে রাখতে হয়। এটি একটি ভীষণ ঝামেলাপূর্ণ কাজ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি ভিডিও প্লেয়ার যেটিকে আপনি এক কথায় সর্ব গুণে গুণান্বিত বলে সম্বোধন করতে পারবেন। প্লেয়ারটির নাম Splayer। এটি প্রায় সব ধরনের ভিডিও ফাইল চালাতে সক্ষম। এটি মেমোরীতে খুবই সামান্য পরিমাণ জায়গা দখল করে। এটি এমনই একটি প্লেয়ার যার বৈশিষ্টের বিবরণ কম কথায় দেওয়া যাবে না। তাই আজই ডাউনলোড করে ব্যবহার করুন। আমি নিশ্চিত, এই প্লেয়ারটি ব্যবহার করলে আর কোন ভিডিও প্লেয়ার আর আপনার ব্যবহার করতে হবে না। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Prefetcher Settings ঠিক করে উইন্ডোজের স্পিড বৃদ্ধি করুন

উইন্ডোজ এক্সপিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বকালের সর্বসেরা অপারেটিং সিস্টেম বলা হয়। কারণ এটিই মাইক্রোসফট এর সর্বপ্রথম পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। পৃথিবীর অনেক পিসিতে এখনো এই ওএসটি দাপটের সাথে রাজত্ব করে চলেছে। সময়ের সাথে সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ এক্সপিও স্লো হয়ে পড়ে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ এক্সপির গতি বৃদ্ধি করার ছোট্ট একটি কাজের টিপস্‌। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপতে হবে।
২। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> Session Manager >> Memory Management >> PrefetchParameters >> EnablePrefetcher অংশে যাই।
৩। EnablePrefetcher এবার ভ্যালু হিসেবে ৩ (তিন) সেট করে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন।
তাহলে আপনার উইন্ডোজ এক্সপির বুট টাইম ও বিভিন্ন এপ্লিকেশন লাঞ্চিং টাইম আরো দ্রুত হওয়া উচিত।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Low disk Space মেসেজ বন্ধ করুন সহজেই

আমরা অনেকেই কোন পরিকল্পনা ছাড়াই হার্ড ডিস্কে তথ্য রাখি এলোমেলোভাবে। তাই হার্ড ডিক্স ভরে যেতে বেশি দেরি হয় না। যখনই হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ ভরে যায় তথনই উইন্ডোজ Low disk Space মেসেজটি দেখায়। যা খুবই বিরক্তিকর। তাই আসুন আজ আমরা কিভাবে এই Low disk Space মেসেজটিকে বন্ধ করতে পারি সেটা শিখি। এজন্য যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_CURRENT_USER >> Software >> Microsoft >> Windows >> CurrentVersion >> Policies >> Explorer এ যাই।
৩। এবার সেখানে NoLowDiskSpaceChecks নামে কোন ডিওয়ার্ড ভ্যালু আছে কিনা দেখতে হবে। যদি না থাকে তাহলে খালি অংশে মাউসের রাইট বাটন ক্লিক করে NoLowDiskSpaceChecks নামে একটি ডিওয়ার্ড ভ্যালু তৈরি করে নিতে হবে।
৪। এবার ডিওয়ার্ড ভ্যালুটির উপর ডাবল ক্লিক করে মাণ ১ (এক) দিয়ে দিতে হবে।
৫। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন। এরপর থেকে Low disk Space মেসেজটি আর আপনাকে ডিস্টার্ব করবে না।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার প্রিয় মজিলা ফায়ারফক্স-কে আরো স্পিডি করুন

ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই মজিলা ফায়ারফক্সকে তাদের পছন্দের তালিকার শীর্ষে রাখেন। এটি কার্যত এমন একটি ইন্টারনেট ব্রাউজার যেটা মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার-কে টক্কর দিতে সক্ষম। তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তবে এটির একটি মূল সমস্যা হচ্ছে এটি একটু ধীরগতি সম্পন্ন। যার জন্য অনেকেই এটিকে পছন্দ করে না। তবে আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা মজিলা ফায়ারফক্সের গতি কিছুটা হলেও বাড়াতে পারবেন। সফটওয়্যারটির সাইজ মাত্র ৪৬০ কিলোবাইট।তাই এক্ষুণি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি (নিচের লিঙ্ক হতে)।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

হ্যাং সমস্যার সমাধান করুন সহজেই

হ্যাং সমস্যার সম্মুখীন হননি এরকম কোন কম্পিউটার ব্যবহারকারী নেই বললেই চলে। প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারই কম্পিউটার ব্যবহার করার সময় হ্যাং সমস্যার সম্মুখীন হয়েছেন বা হয়ে চলেছেন। হোক সে কোর আই ৩/৫/৭, কম্পিউটার হার্ডওয়্যার যতই উন্নত করা হোক না কেন, সফটওয়্যার যতদিন ব্যবহার করা হবে হ্যাং সমস্যাও ততদিন ধরে চলবে। কম্পিউটার হ্যাং হবার কারণ যদি বলতে হয় তাহলে অনকে লম্বা লিস্ট তৈরি করা যাবে। কিন্তু ছোটখাট হ্যাং সমস্যাগুলো আমরা নিজেই ঠিক করতে পারি। আপনি যদি মনে করেন আপনার কম্পিউটার অযথা কয়েক সেকেন্ডের জন্য হ্যাং করে তাহলে নিচের এই ছোট্ট টিপস্‌টি কাজে লাগিয়ে হ্যাং সমস্যার সমাধান করতে পারবেন। এজন্য যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে msconfig লিখে এন্টার চাপুন।
২। এবার যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে Services ট্যাবে ক্লিক করুন।
৩। এবার এখান থেকে Background Intelligent Transfer নামক অপশনটির টিক চিহ্ন তুলে দিন এবং এপ্লাই করুন।
৪। এবার কম্পিউটার রিস্টার্ট চাইবে, তাই রিস্টার্ট হতে দিন।
এতে করেই আপনার হ্যাং সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। (যদি ঐ হ্যাং সমস্যার সাথে অন্য কোন থার্ড পার্টি সফটওয়্যার জড়িত না থাকে)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন (পর্ব-১)


আপনি কি জানেন আপনি আপনার ইন্টারনেট স্পীডের কতটুকু অংশ ব্যবহার করতে পারেন? আপনি চাইলেও আপনার ইন্টারনেট স্পীডের শত ভাগ ব্যবহার করতে পারবেন না। কারন আপনার কম্পিউটারই তা করতে দেবে না আপনাকে। আপনি হয়তো জানেন না যে আপনার কম্পিউটারই আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ এর ২০%, হ্যাঁ পুরো ২০% রিজার্ভ করে রাখে এবং ব্যান্ডউইথ এর এই অংশটুকু আপনাকে ব্যবহার করতে দেয় না। এটি কম্পিউটার রিজার্ভ রাখে তার আভ্যন্তরীণ কার্যকলাপ সম্পাদনের জন্য।
তাই আজ আপনাদের এমন একটি কৌশল শিখাবো যার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট স্পীডের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R কীদ্বয় চেপে Run ডায়লগ বক্স নিয়ে আসুন।
২। এবার রান বক্সে Gpedit.msc লিখে এন্টার চাপুন।
৩। তাহলে Local Group Policy Editor নামের একটি ডায়লগ বক্স আসবে। এখানে Computer configuration >> Administrative templates >> Network >> QoS packet scheduler এ যান।
৪। এবার ডান পাশের অংশ হতে Limit reservable bandwith অপশনে ডাবল ক্লিক করুন।
৫। এবার যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে Enable এ ক্লিক করে Bandwith Limit বক্সে ২০ এর জায়গায় ০ (শূন্য) করে দিন। এবার এপ্লাই ও ওকে দিয়ে বেরিয়ে আসুন।
৬। এবার একবার কম্পিউটারটি রিস্টার্ট দিন।
তাহলে এবার থেকে আপনি আপনার ইন্টারনেট স্পিডের সবটুকুই ব্যবহার করতে পারবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আপনার প্রিয় কার্সরটিকে সাজিয়ে নিন অপরূপ সাজে

আমরা কম্পিউটারে যত কাজ করি তার প্রায় সবই এই কার্সর এর মাধ্যমে করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সর্বপ্রথম মাউসের পাথ ইন্ডিকেটর/পয়েন্টিং ডিভাইস নির্দেশক হিসেবে কার্সর এর ব্যবহার শুরু করে। বর্তমানে লিনাক্স ও ম্যাক কম্পিউটারেও কার্সর ব্যবহৃত হয়ে থাকে। কার্সর ছাড়া পার্সনাল কম্পিউটারের ব্যবহার কল্পনাও করা যায় না। অনেকেই চায় যে এই কার্সরকে সাজিয়ে যদি নতুন কোনো সাজে সাজানো যেতো, তাহলে নিশ্চয় খুব ভালো হতো। বাজারে যদিও এ রকম অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে কার্সরকে বিভিন্ন স্টাইলে ডেকোরেট করা যায়।
কিন্তু আজ আপনাদের উপহার দেব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কার্সরকে খুব সুন্দর সুন্দর থীম প্রয়োগ করতে পারবেন। সফটওয়্যারটির নাম CursorXP Plus v1.31। সফটওয়্যারটির ডাউনলোড করে আনজিপ করে সফটওয়্যাটি ইনস্টল করে নিন। সিরিয়াল কী সাথে দেওয়া আছে। সাথে থাকলো আরও কয়েকটি কার্সর বোনাস হিসেবে। তাই এক্ষুণি ডাউনলোড করে ফেলুন এই মজার সফটওয়্যারটি আর সাজিয়ে তুলুন আপনার প্রিয় কার্সরটিকে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মোবাইলের ইন্টারনেট প্রোফাইল ঠিক করুন সহজেই

কম্পিউটারের এই যুগে অনেকেই আছেন যারা ইন্টারনেট ছাড়া কিছুক্ষণের জন্যও চলতে পারে না। ইন্টারনেট শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমান যুগে মোবাইলের উৎকর্ষতা সাধনের মাধ্যমে মোবাইলেই এখন ইন্টারনেট ব্যবহার করা যায় খুব সহজেই। তবে ইন্টারনেটের পূর্ণ সুবিধা পেতে হলে আপনার মোবাইল সেটটিকেও হতে হবে ভাল মান সম্পন্ন। আসল কথায় আসা যাক। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমেই দরকার সীমে ও মোবাইলে ইন্টারনেট সক্রীয় করা। এজন্য সীম কোম্পানী কর্তৃক একটি নির্দিষ্ট সেটিংস বা প্রোফাইল মোবাইলে সেভ/সেট করে নিতে হয়। এজন্য ঐ সীমের কাস্টমার কেয়ারে ফোন করে (অনেক্ষন অপেক্ষায় থেকে) নির্দিষ্ট মোবাইলের জন্য সেটিংস বা প্রোফাইল মোবাইলে সেট/সেভ করতে হয়। এজন্য প্রচুর টাকা নষ্ট হয়। অনেক সময় মোবাইল সেটটি চায়না হওয়ার কারনে সে সেটের সেটিংস বা প্রোফাইল পাওয়া যায় না। তখন পড়তে হয় আরেক বিপাকে।
তাই এসব সমস্যা সমাধানে আজ আপনাদের শিখাবো কিভাবে গ্রামীণ, রবি, বাংলালিংক ও এয়ারটেল সেটিংস বা প্রোফাইল মোবাইলে ম্যানুয়ালী কিভাবে নিজে নিজে তৈরি করতে পারবেন। নিচের ফাইলটি ডাউনলোড করে আপনার মোবাইলের ওয়েব সেটিংসে হুবহু সেট করে নিন (সীম অনুযায়ী)।ফাইলটিতে ওয়াপ ও এম,এম,এস সেটিংসও দেওয়া আছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

অটো রিফ্রেশ করুন আপনার কম্পিউটারকে


আমরা কারনে অকারনে কম্পিউটার রিফ্রেশ করি। কেউ কেউ অভ্যাসের বশে কম্পিউটার রিফ্রেশ করে থাকে। অনেকে অনেক্ষণ কাজ করার পর কম্পিউটার রিফ্রেশ করে আবার অনেকে কিছুক্ষণ পর পর কম্পিউটার রিফ্রেশ করে। রিফ্রেশ কমান্ডটি মাইক্রোসফট উইন্ডোজের সবচেয়ে পুরাতন ও সবচেয়ে কার্যকর কমান্ডগুলোর মধ্যে একটি। অনেকেই আছেন যারা কাজে এত ব্যস্ত থাকে যে কম্পিউটার রিফ্রেশ করার সময়ও পান না। কেমন হয় যদি কম্পিউটার নিজেই একটি নির্দিষ্ট সময় পর পর নিজেকে নিজে রিফ্রেশ করে। তাহলে নিশ্চয় খুব ভালো হয়। ম্যানুয়ালী কম্পিউটার রিফ্রেশ করার আর কোন দরকারই পড়ে না।
আজকে আপনাদের শিখাবো কিভাবে কম্পিউটারকে অটোমেটিক রিফ্রেশ মোডে সেট করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
১। প্রথমে Win+R বাটনদ্বয় চাপি, তাহলে Run ডায়লগ বক্স আসবে।
২। এখানে Regedit লিখে এন্টার চাপি। তাহলে Registry Editor আসবে।
৩। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> Update এ গিয়ে UpdateMode এ ডাবল ক্লিক করে মান ১ এর পরিবর্তে ০ করে দিন।
৪। এবার রিস্টার্ট দিন।
তাহলে এর পর থেকে আপনার কম্পিউটার একটি নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশ হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

নকিয়া সস্তা মোবাইলগুলোর একটি ছোট্ট/ফানি টিপস

আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নকিয়ার ১৬০০, ২৩১০, ২৬০০ ইত্যাদি সস্তা সেটগুলোর স্ক্রীণ উল্টানো যায়। ধরুন আপনার বন্ধু তার মোবাইলটি রেখে কোথাও বাইরে গেল। এখন আপনি একটি ছোট্ট ট্রিকস্‌ এপ্লাই করেই উল্টে দিতে পারেন আপনার বন্ধু সেটের স্ক্রীণ। এবার সে বন্ধু ফেরত আসলে নিশ্চিত ভড়কে যাবে। এখন পুনরায় কোড এপ্লাই করে ঠিক করে দিন এবং সেজে যান মোবাইলের গুরু।
এজন্য নিচের কোডগুলো এপ্লাই করতে হবে-
*#5511#
*#5512#
*#5513#
*#5514#
এ চারটি কোড মোবাইলের স্ক্রীণকে চার ডাইরেকশনে ঘোরাবে।(এ কোডগুলো নকিয়ার ক্যামেরা ছাড়া কালার স্ক্রীণ সেটগুলোর প্রায়গুলোতেই কাজ করে)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার নিজের মোবাইলের জন্য স্ক্রীণসেভার তৈরি করুন নিজেই

আমরা অনেকেই মোবাইলে স্ক্রীণসেভার ব্যবহার করি। এই স্ক্রীণসেভারগুলো হয় মোবাইলে দেয়া থাকে অন্যথায় এগুলো আমরা কোন না কোন উৎস হতে সংগ্রহ করে থাকি। কিন্তু কেমন হয় যদি আমাদের মোবাইলের জন্য আমরা নিজেই স্ক্রীণসেভার তৈরি করতে পারি তাহলে! তাও আবার কোন সফটওয়্যার ব্যবহার না করেই। তাই আজ আপনাদেরকে এমন একটি সাইটের ঠিকানা দেব যেখানে আপনারা আপনাদের মোবাইলের জন্য নিজম্ব কাস্টমাইজড স্ক্রীণসেভার তৈরি করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করি-
১। প্রথমে এই লিঙ্কে যান।
২। এবার আপনার পছন্দসই একটি স্ক্রীণসেভারে ক্লিক করুন।
৩। এবার আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল সিলেক্ট করে দিন। যদি আপনার মোবাইলটি লিস্টে না থাকে তাহলে Generic সিলেক্ট করে রেজুলেশন ঠিক করে দিন।
৪। এবার নিচের বক্সটিতে আপনার নাম বা যে কোন লিখা যেটা আপনি স্ক্রীণসেভারে মূল লেখা হিসেবে দেখাতে চাচ্ছেন তা টাইপ করুন। এরপর Refresh Preview দিয়ে দেখুন যে আপনার স্ক্রীণসেভারটি কেমন হয়েছে।
৫। ব্যাস, এবার আপনার তৈরিকৃত ছবিটির প্রিভিউ এর উপর মাউসের ডান বোতামে চেপে Save Picture As সিলেক্ট করে স্ক্রীণসেভারটি ডাউনলোড/সেভ করে নিন এবং সেট করুন আপনার মোবাইলে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার রেপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল, ফাইল সার্ভ ও ফাইল সনিক থেকে ডাউনলোড করুন সহজে

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাইল হোস্টিং সার্ভার হতে বিভিন্ন ফাইল ডাউনলোড করি। এদের মধ্যে বেশিরভাগ সার্ভার হতে কোন ফাইল ফ্রি ডাউনলোড করতে গেলে বিভিন্ন সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আবার অনেক সময় মেসেজ দেয় যে আপনার আইডি হতে বর্তমানে একটি ফাইল ডাউনলোড করা হচ্ছে, যদিও আমি মাত্র ডাউনলোড করতে এলাম। এসকল ঝামেলার একমাত্র সমাধান প্রিমিয়াম একাউন্ট। কিন্তু ডলার খরচ করে প্রিমিয়াম একাউন্ট রেজিস্টার করার সাধ্য আমাদের সকলের থাকে না। তাই অনেকে প্রিমিয়াম কুকি ব্যবহার করে এই সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু এই প্রসেসটি ভীষণ কঠিন ও অনেক সময় কুকি ডিজেবল বা আউটডেটেড হয়ে যাবার সম্ভাবনা থাকে।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই সমস্যার একটি দারুন ও সহজ সমাধান। এজন্য আজ আপনাদের দেব এমন একটি ওয়েব সাইটের ঠিকানা যেখানে আপনি পাবেন আপনার ডাউনলোডযোগ্য ফাইলটির প্রিমিয়াম লিঙ্ক। যেখান থেকে আপনি আপনার ফাইলটি ডাউনলোড করতে পারবেন রিজিউম সাপোর্ট সহ। এজন্য আপনার যা যা করতে হবে-
১। এজন্য প্রথমে আপনার ডাউনলোডযোগ্য ফাইলটির লিঙ্কটি কপি করুন।
২। এবার এই লিঙ্ক-এ গিয়ে যে সার্ভার হতে ফাইল ডাউনলোড করতে চান তার সংক্ষিপ্ত শব্দের আইকনে ক্লিক করুন। (এখানে, RS=Rapid Share, MU=Mega Upload, HF=Hot File, FS=File Serve ও FSC=File Sonic বুঝানো হচ্ছে)
৩। এবার Insert........Link নামক লেখার নিচের বক্সে আপনার ফাইলের লিঙ্কের এড্রেসটি পেস্ট করে দিন এবং Generate Premium Link এ ক্লিক করুন।
৪। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ফাইলটির প্রিমিয়াম লিঙ্ক।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমার দেখা সবচেয়ে কার্যকর এন্টিভাইরাস


আমরা ভাইরাসের ভয়ে অনেকে অনেক ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। কেউ কেউ পেইড এন্টিভাইরাসও ব্যবহার করে। এন্টিভাইরাস এর জন্য যদি পছন্দের তালিকা তৈরি করা হয় তাহলে হয়ত নরটন, ক্যাসপারস্কাই, ম্যাকাফি ইত্যাদি এন্টিভাইরাসগুলোর নামই সর্বাধিক লোকে বলবে। এই এন্টিভাইরাসগুলো সাধাণত মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে তালিকার শীর্ষে উঠে এসেছে। কার্যতঃ এগুলো আমি ব্যবহার করে তেমন সন্তোষজনক ফলাফল পাইনি। এটা আমার একার কথা না। আমি অনেকের কাছ থেকেই এ সম্বন্ধে মতামত গ্রহণ করেছি। যার সারমর্ম স্বরুপ আমি একথা বলছি। বর্তমান যুগে শুধুমাত্র এন্টিভাইরাসের ব্যবহার করার মাধ্যমে ভাইরাসের হাত থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এজন্য একটি এন্টিভাইরাসের আরও কিছু বৈশিষ্টের অধিকারী হতে হয়। উদাহরণস্বরূপ - ফায়ারওয়াল থাকতে হবে, মালওয়্যার ও এডওয়্যার প্রোটেকশান থাকতে হবে, পিসি স্লো করা চলবে না, ভাইরাস রিমুভ করতে তালবাহানা চলবে না, পেন ড্রাইভ ভাইরাস প্রোটেকশান ইত্যাদি।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি এন্টিভাইরাস (এন্টিভাইরাসের বস্‌) যেটির আপনাকে দেবে ভাইরাস ও ভাইরাস জাতীয় সকল থ্রেড থেকে ৯৯% মুক্তি। এন্টিভাইরাসটির নাম হয়ত আপনি আগে কখনও শুনেননি। এটির নাম VIPRE Antivirus। এটি একটি পেইড এন্টিভাইরাস, যার মূল্য ৩৯.৯৫$ অর্থাৎ বাংলাদেশী টাকায় ২,৭৭২ টাকা প্রায়। যেটি আপনাদেরকে দেব সিরিয়াল জেনারেটর সহকারে যার মাধ্যমে আপনি এন্টিভাইরাসটি ব্যবহার করতে পারবেন লাইফটাইম। তাই এখনি ডাউনলোড করে নিন এন্টিভাইরাসটি নিচের লিঙ্ক হতে।(এন্টিভাইরাসটি অটো আপডেট হয়না। এটি আপডেট করার জন্য http://www.sunbeltsoftware.com/Home-Home-Office/VIPRE/Definitions/ হতে আপডেট ফাইলটি ডাউনলোড করে এন্টিভাইরাসের মূল উইন্ডো হতে Update অংশ হতে Update Now এ ক্লিক করে দেখিয়ে দিতে হবে।)সিরিয়াল প্রয়োগ করার নিয়মঃ প্রথমে এন্টিভাইরাসটি ট্রায়াল ভার্শন আকারে ইন্সটল করুন। এবার Help মেনু হতে Register সিলেক্ট করে Activation Key বক্সে ২৫টি জিরো (০) টাইপ করে এন্টার চাপুন। তাহলে একটি নতুন বক্স আসবে।  এবার Keygen ফোল্ডরের Microsoft Visual C++ 2010 ফোল্ডারে থাকা vcredist_x86.exe ফাইলটি ইন্সটল করুন। এবার ব্যাক করে keygen_vipre.4.0.3904.exe নামক কীজেন প্রোগ্রামটি চালু করুন এবং Generate Password বাটনে ক্লিক করে সিরিয়াল কীটি কপি করুন এবং পূর্বে ২৫ টি শূণ্য (০) দেবার পর যে নতুন বক্সটি এসেছিল সেখানে পেস্ট করুন এবং ওকে করুন। তাহলে দেখবেন আপনার এন্টিভাইরাসটির লাইসেন্স PC Lifetime দেখাচ্ছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বন্ধ বা ব্লক হয়ে যাওয়া ওয়েবসাইট দেখুন সহজেই

আজ আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই বন্ধ হয়ে যাওয়া বা বিভিন্ন কারনে ব্লক হয়ে যাওয়া ওয়েব সাইট কিভাবে দেখা যাবে। অনেকেই এ কাজটি করার জন্য আইপি হাইডিং সফটওয়্যার ব্যবহার করেন, অনেকেই আবার প্রক্সি ইউজ করেন। কিন্তু এ সমস্ত কাজ প্রচুর সময়সাপেক্ষ। তাই আজ আপনাদের উপহার দেব এমন একটি সফটওয়্যার/ব্রাউজার যার মাধ্যমে আপনারা খুব সহজেই বন্ধ বা ব্লক হয়ে থাকা ওয়েবসাইটগুলো দেখতে পারবেন। সফটওয়্যারটির নাম Tor Browser। এটি মূলত একটি ব্রাউজার যেটি দেখতে অনেকটা মজিলা ফায়ারফক্সের মতো। তাই এটি ব্যবহার করলে কম্পিউটারে ইন্সটলকৃত মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিকে আর ব্যবহার করতে হবে না। মূলত এই টর ব্রাউজারটির ভিতর মজিলা ফায়ারফক্সকে ইন্টিগ্রেড করা হয়েছে খুব সূক্ষভাবে। তাই আজই ডাউনলোড করে ফেলুন কাজের এই ব্রাউজারটিকে (নিচের লিঙ্ক হতে)।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার ভাইরাস স্ক্যানিং করুন অনলাইনে

আমরা অনেকেই অনেক ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। বেশির ভাগই পাইরেটেড ভার্শন ব্যবহার করলেও কেউ কেউ আবার পেইড ভার্শন ব্যবহার করে। কিন্তু অনেক সময় এসব এন্টিভাইরাস সকল ফাইল স্ক্যানিং করে ভাইরাস শনাক্ত করতে পারে না। মনে করুন আপনার একটি ফাইলের বা প্রোগ্রামের উপর সন্দেহ জন্মাল যে এটি ভাইরাস হতে পারে বা আপনাকে আপনার বন্ধু বা অন্য কেউ একটি ফাইল পাঠাল যা আপনার বিশ্বস্থ এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করা দরকার। এজন্য আপনি কি করবেন? নিজের কম্পিউটারে স্ক্যান করার পরও সন্দেহ থেকে গেলে অন্য কোন কম্পিউটারে স্ক্যান করবেন?
তাই এরকম সন্দেহ দূর করার জন্য আজ আপনাদের এমন একটি ঠিকানা দেব যেখানে আপনি পাবেন প্রায় অর্ধশত এন্টিভাইরাস তাও আবার প্রতি সেকেন্ডে আপডেটেড। আপনি কি চিন্তা করতে পারবেন, যে কয়েক মিনিটে আপনার ফাইলটি প্রায় অর্ধশত এন্টিভাইরাস স্ক্যান করে রিপোর্ট প্রদান করবে।
এই অসাধারণ অনলাইন ভাইরাস স্ক্যানারটির ঠিকানা হচ্ছে : http://www.virustotal.com
এই ঠিকানায় গেলে Upload a File অংশে আপনার ফাইলটি (সর্বোচ্চ ২০ মেগাবাইট) আপলোড করে দিন। স্ক্যান শুরু হয়ে যাবে। এই সাইটটি মাধ্যমে আপনি URL ও স্ক্যান করতে পারবেন। অর্থাৎ কোন ওয়েবসাইট কতটুকু ক্ষতিকর হতে পারে বা কোন ওয়েবসাইটে কোন ভাইরাস ট্রেস আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

টাইটেল বারে যুক্ত করুন বাড়তি কিছু বাটন

টাইটেল বারে সাধারণত মিনিমাইজ, রিস্টোর বা ম্যাক্সিমাইজ ও ক্লোজ বাটন তিনটি থাকে। এর সাথে সাথে যদি এক্সট্রা কিছু বাটন যেমন উইন্ডোতে সবার উপরে রাখা, প্রোগ্রাম লুকানো, প্রোগ্রাম স্বচ্ছ করা, সিস্টেম ট্রেতে মিনিমাইজ করা ইত্যাদি বাটন থাকলে আমাদের অনেক কাজের সুবিধা হয়। আজ আপনাদেরকে উপহার দেব এমনই একটি ছোট্ট সফটওয়্যার যার মাধ্যমে আপনারা এইসব সুবিধা উপভোগ করতে পারবেন। সফটওয়্যারটির নাম eXtra Buttons। সফটওয়্যারটি বাটনগুলো হচ্ছে - Always on top, Send to back, Copy window, Roll-up/Unroll, Minimize to Box, Transparency,  Percentage transparency, Minimize to Tray, Minimize to Tray Menu, Move to Another Monitor ইত্যাদি। এই বাটনগুলোকে সিস্টেম ট্রেতে থাকা প্রোগ্রামটির আইকনের প্রোপার্টিজ অপশনে গিয়ে পরিবর্তন বা কম/বেশি করা যাবে। আরও বিভিন্ন সুবিধা সম্বলিত এই সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক হতে। সফটওয়্যারটির সাইজ মাত্র ১.২ মেগা বাইট এবং এটি একটি সম্পূর্ণ ফ্রিওয়্যার।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

নষ্ট হয়ে যাচ্ছে এরূপ করাপ্টেড ডিস্ক হতে কপি করুন "আনস্টপেবল কপিয়ার" দিয়ে

অনেক সময় সিডি বা ডিভিডি নষ্ট হওয়া শুরু করলে সেখান হতে ডাটা উদ্ধার করা সম্ভব হয় না। আবার অনেক সময় অনেক পুরাতন ডাটা হার্ড ডিস্ক হতে অন্যত্র কপি করা যায় না। কপি দিলে ইরর্‌ মেসেজ দিয়ে কপি বন্ধ করে দেয়। এরূপ ক্ষেত্রে "আনস্টপেবল কপিয়ার" ব্যবহার করে অনেক ক্ষেত্রেই ডাটা উদ্ধার করা সম্ভব হয়। এজন্য সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে ওপেন করলে Source এবং Target ফোল্ডার নির্বাচন করে Copy বাটনে ক্লিক করলেই কপি করা শুরু হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে সফটওয়্যারটির সাইজ মাত্র ৪২১ কিলোবাইট এবং এটি একটি ফ্রিওয়্যার। তাই এখনি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এবার নিয়ে নিন "পবিত্র কুরআন শরীফ" ই-বুক আকারে, তাও আবার বাংলায় !!!

এবার আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কুরআন শরীফ যেটি পৃথিবীর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। ই-বুকটি আপনাদের জন্য বাংলায় অনুবাদ করেছেন ডঃ জহুরুল হক এবং সৌজন্যে রয়েছে কুরআন টুডে ডট কম। তাই এখনি ডাউনলোড করে নিন জ্ঞানের এই পবিত্র ভান্ডারটিকে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

টেস্ট করুন আপনার এলসিডি মনিটরের কালার


আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ছোট্ট অথচ কাজের সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার এলসিডি মনিটরটির স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন খুব সহজেই। এলসিডি মনিটর অনেক দিন ধরে ব্যবহার করা হলে এর স্ক্রীণে খুব ছোট ছোট রঙের ফুটো হয়ে যায় অর্থাৎ এই ফুটোগুলো কোন রঙ প্রদর্শন করতে পারে না, এই ফুটোগুলো খালি চোখে দেখা যায় না। যা আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষা করতে পারবেন। সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে ওপেন করলে বিভিন্ন ধরনের বা রঙের টেস্ট দেখতে পারবেন। কীবোর্ড হতে ঐ টেস্ট কীটি চাপলেই ঐ কালারের টেস্ট করতে পারবেন। অটো টেস্ট করার জন্য সফটওয়্যারটি চালু করে F5 একবার চেপে Enter চাপুন। তাহলে আপনার মনিটরের অটো টেস্ট শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন কোন রঙের ছিদ্র (যেগুলো কোন রঙ দেখাচ্ছে না) দেখতে পাচ্ছেন কিনা?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

সিমের আজানা নাম্বার বের করুন সহজেই

 আমরা অনেক সময় নতুন সিম কিনে সিমের নাম্বার ভুলে যাই। অথবা পুরাতন সিম কিনলে তার নাম্বার জানা হয় না। এজন্য আপনি সহজেই আপনার মোবাইল হতে আপনার সিমের নাম্বার জানতে পারবেন। তাও আবার কোন টাকা খরচ না করেই। এজন্য আপনার যা করতে হবে তা হচ্ছে-
গ্রামীনফোন ইউজাররা ডায়াল করুন - *111*8*2#
বাংলালিংক ইউজাররা ডায়াল করুন - *666#
রবি ইউজাররা ডায়াল করুন - *140*2*4#
এয়ারটেল ইউজাররা ডায়াল করুন - *121*6*3#

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

S60 ও S60v3 মোবাইলের জন্য একটি অসাধারণ কল রেকর্ডার

 
আজ আপনাদের উপহার দেব S60 ও S60v3 সিম্বিয়ান মোবাইলের জন্য একটি অসাধারণ কল রেকর্ডার। বাজারে অসংখ্য কল রেকর্ডার পাবেন। কিন্তু ওগুলোর সমস্যা হচ্ছে কল রেকর্ড করার সময় বিপ সাউন্ড করে, এতে কলের অন্য পক্ষ জানতে পেরে যায় যে আপনি কল রেকর্ড করছেন। তাই আপনাদের জন্য আমি এমন একটি কল রেকর্ডার নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনি কল রেকর্ড করতে পারবেন কোন প্রকার শব্দ ছাড়াই। অর্থাৎ কলের অপর পক্ষ বুঝতেই পারবেন না যে আপনি তার কল রেকর্ড করছেন। তাই আজই ডাউনলোড করে নিন এই অসাধারণ কল রেকর্ডারটি। নিচের ফাইলটি ডাউনলোড করে নিন। আনজিপ করার পর দুটি ফোল্ডারে দুই ভার্সনের কল রেকর্ডার সফটওয়্যারটি পাবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মাত্র তিন সেকেন্ডে বন্ধ করুন পিসি !!!

আজ আপনাদের সাথে শেয়ার করব দারুন একটি ট্রিক্স। যার মাধ্যমে আপনারা আপনাদের পিসি বন্ধ করতে পারবেন মাত্র ২/৩ সেকেন্ডে। অবিশ্বাস্য, তাই না? এজন্য আপনাদের যা করতে হবে -
১। Ctrl + Alt + Del একসাথে চেপে টাস্ক ম্যানেজার আনুন।
২। এবার Shut Down এ ক্লিক করুন।
৩। এবার Ctrl কী চেপে Turn Off এ ক্লিক করুন।
এবার দেখুন মজা !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

উইন্ডোজ এক্সপি এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হ্যাক করুন উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে

আজ আপনাদের শেখাবো কিভাবে আপনারা কাঁটা দিয়ে কাঁটা তুলবেন। অর্থাৎ কিভাবে এক্সপির সিডি দিয়েই এক্সপির এডমিন পাসওয়ার্ড ভাংবেন। এজন্য নিম্মের ধাপগুলো অনুসরণ করুন-
‌১। এক্সপি সেটআপ শুরু করুন। এক্সপি লাইসেন্স এগ্রিমেন্ট-এ F8 চাপার পরবর্তী স্ক্রীণে R অর্থাৎ রিপেয়ার চাপুন।
২। এবার উইন্ডোজ তার প্রয়োজনীয় ফাইলগুলো কপি করার পর রিস্টার্ট নেবে।
৩। এবার উইন্ডোজ রিস্টার্ট নেবার পর (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে) উইন্ডোজ সেটআপ শুরু হলে Installing Devices নামক ধাপ চলার অবস্থায় Shift + F10 চাপুন। তাহলে ডস প্রম্পট উইন্ডো আসবে।
৪। এবার ডস প্রম্পটে NUSRMGR.CPL লিখে এন্টার চাপুন। তাহলে আপনার সামনে ইউজার একাউন্ট প্রপার্টিজ আসবে। এখান থেকে চাইলে আপনি ইউজার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন। আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে চান তাহলে control userpasswords2 লিখে এন্টার চাপুন এবং ডস প্রম্পট স্ক্রীণ বন্ধ করে রিপেয়ার প্রসেস শেষ করুন। (আপনার উইন্ডোজ সেটআপ প্রসেস সিডি কী চাইলে সেটি টাইপ করে দিন)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS