এবার আসছে নকিয়ার উইন্ডোজ ফোন


নকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে বেশ কিছু সমস্যা থাকায় তারা অপারেটিং সিস্টেম চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই। কারণ সিম্বিয়ান অপারেটিং সিস্টেম তাদের রেপুটেশন অনেকটা কমিয়ে দিয়েছিল। এরই ধারাবাহিকতায় তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে তাদের মূল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করার ঘোষণা দেয় এবং সম্প্রতি মাইক্রোসফট এর সাথে এই ব্যাপারে চুক্তি করে। তাই খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে নকিয়ার প্রথম উইন্ডোজ ফোন "Nokia 703"। এটি স্মার্টফোনের রাজা খ্যাত নকিয়ার আর একটি বিস্ময়কর সংষ্করণ। আসুন দেখে নিই ফোনটিতে কি কি ফিচার থাকছে-
অপারেটিং সিস্টেম - উইন্ডোজ সেভেন (ম্যাংগো) !! নেটওয়ার্ক - 3G & 3.5G
ওজন - ১১৪ গ্রাম (প্রায়) !! প্রসেসর - ১ গিগাহার্টজ
র‌্যাম - ৫১২ মেহাবাইট !! রম - ১ গিগাবাইট
ডিসপ্লে - ৩.৭ ইঞ্চি (টাচস্ক্রীণ) !! রেজুলেশন - ৪০০x৮০০ পিক্সেল
ক্যামেরা - ৫ মেগাপিক্সেল (এলইডি ফ্লাশ) !! ভিডিও - 703 এও 30 ফ্রেম পার সেকেন্ডে ৭২০p HD
অন্যান্য - Portrait ও Landscape উভয় Mode এই QWERTY কী বোর্ড ব্যবহারের সুবিধা + নোকিয়া ৭০৩ এ যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন দ্রূতগতির একটি ওয়েব ব্রাউজার।এই ব্রাউজারটিতে WAP 2.0/xHTML, HTML সহ প্রায় ওয়েব পেজই support করবে + Bluetooth, Wifi,Audio Jack, FM Radio, TV Out + mp4,avi,wmv,flv সাপোর্ট + ৮ গিগাবাইট মেমোরী (কোন এক্সটার্নাল মেমোরী কার্ড লাগানোর সুযোগ নেই)
ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি ফোনটি বাজারে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন