এবার তৈরি হল পৃথিবীর প্রথম পচনশীল গাড়ি


প্রযুক্তি এবার তার বিষ্ময়করতার মাঝে যোগ করল নতুন একটি বিস্ময়কর আবিষ্কার। আর তা হল পচনশীল গাড়ি। গাড়িটির নাম "ফিনিক্স রোডস্টার"। এটির তৈরি ও নকশা করেছেন ফিলিপাইনের নকশাবিদ কেনেথ কোবনপু এবং আলব্রেথ ব্রিনকার। বাঁশ, র‌্যাটন, স্টিল এবং নাইলন দিয়ে তৈরি হয়েছে এই গাড়িটি যেটা পুরানো হয়ে গেলে নিজে থেকেই পঁচে গিয়ে পরিবেশের সাথে মিশে যাবে। গাড়িটির দৈর্ঘ্য ১৫৩ ইঞ্চি এবং একটি বিদ্যুত শক্তি দিয়ে চলে। পরিবেশবান্ধব গাড়ি তৈরির সচেতনতা বাড়ানোর জন্য এই গাড়িটি তৈরি বলে জানিয়েছেন এর ডিজাইনাররা। শিল্পোন্নত দেশসমূহে একজন মানুষ গড়ে ৫ বছর গাড়ি চালায়। এই ধারণা মাথায় রেখেই ফিনিক্স গাড়িটির কাঠামো ও চামড়া তৈরি করা হয়েছে। এই চামড়া সহজেই পরিবর্তন করে নেওয়া যায় ও যেমন খুশি তেমন আকৃতি দেওয়া যায়।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন