আনব্লক করুন যে কোন ওয়েবসাইটকে

অনেক সময় বিভিন্ন কারনে অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। এটি হতে পারে ইচ্ছাকৃত বা হতে পারে আইপি সংক্রান্ত অথবা হতে পারে দেশ ভিত্তিক কোন কারণে। যেমন অনেক সময় বাংলাদেশে থেকে আমেরিকার অনেক ওয়েবসাইটে প্রবেশ রেসট্রিকক্টেড করা থাকে। এই সমস্যাগুলোর সমাধান হিসেবে অনেকে আইপি চেঞ্জ করে থাকে, কিন্তু এই ট্রিক্সটি অনেক সময় কাজ করে না অর্থাৎ আইপি চেঞ্জ করে অনেক সময় এই সমস্যাগুলো হতে পরিত্রাণ পাওয়া যায় না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ট্রিক্স যার মাধ্যমে আপনারা যে কোন ওয়েবসাইটকে আনব্লক করতে পারবেন। মূলত এটি কোন ট্রিক্স নয়, এটি একটি ওয়েব লিঙ্ক। লিঙ্কটিতে যাবার জন্য এইখানে ক্লিক করুন। তারপর GO বাটনের পাশের বক্সে নির্দিষ্ট অর্থাৎ যে ওয়েবসাইটটি আনব্লক করতে হবে তার লিঙ্কটি লিখে দিতে হবে। এবার GO চাপলেই আপনি ঐ সাইটটিতে প্রবেশ করতে পারবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন