আপনিই তৈরি করে নিন আপনার মোবাইলের জন্য আপনার নামসহ স্ক্রীণসেভার


আমরা মোবাইলে অনেক ধরনের স্ক্রীণসেভার ইউজ করি। যেগুলোতে বিভিন্ন লেখা ব্যবহার হয়। কিন্তু আপনি যদি চান আপনার মোবাইল স্ক্রীণসেভার এ আপনার নামই লেখা থাকবে তাহলে আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। এজন্য চলে যান এই লিঙ্কে। এবার নির্ধারণ করে ক্লিক করুন পছন্দের স্ক্রিণসেভার এ।  এবার আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল সিলেক্ট করুন। তারপর আপনার নাম বা যে লেখাটি প্রদর্শন করতে চাচ্ছেন সেটি লিখে দিন। তারপর রিফ্রেশ প্রিভিউ বাটনটির উপর ক্লিক করুন। এবার ডান পাশের ছবিটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Save image as বা Save picture as সিলেক্ট করে সেইভ করে নিন। ব্যাস এবার এটি ব্যবহার করুন। আপনার মোবাইলে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন