হ্যাং সমস্যার সমাধান করুন সহজেই

হ্যাং সমস্যার সম্মুখীন হননি এরকম কোন কম্পিউটার ব্যবহারকারী নেই বললেই চলে। প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারই কম্পিউটার ব্যবহার করার সময় হ্যাং সমস্যার সম্মুখীন হয়েছেন বা হয়ে চলেছেন। হোক সে কোর আই ৩/৫/৭, কম্পিউটার হার্ডওয়্যার যতই উন্নত করা হোক না কেন, সফটওয়্যার যতদিন ব্যবহার করা হবে হ্যাং সমস্যাও ততদিন ধরে চলবে। কম্পিউটার হ্যাং হবার কারণ যদি বলতে হয় তাহলে অনকে লম্বা লিস্ট তৈরি করা যাবে। কিন্তু ছোটখাট হ্যাং সমস্যাগুলো আমরা নিজেই ঠিক করতে পারি। আপনি যদি মনে করেন আপনার কম্পিউটার অযথা কয়েক সেকেন্ডের জন্য হ্যাং করে তাহলে নিচের এই ছোট্ট টিপস্‌টি কাজে লাগিয়ে হ্যাং সমস্যার সমাধান করতে পারবেন। এজন্য যা করতে হবে-
১। প্রথমে Win+R চেপে msconfig লিখে এন্টার চাপুন।
২। এবার যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে Services ট্যাবে ক্লিক করুন।
৩। এবার এখান থেকে Background Intelligent Transfer নামক অপশনটির টিক চিহ্ন তুলে দিন এবং এপ্লাই করুন।
৪। এবার কম্পিউটার রিস্টার্ট চাইবে, তাই রিস্টার্ট হতে দিন।
এতে করেই আপনার হ্যাং সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। (যদি ঐ হ্যাং সমস্যার সাথে অন্য কোন থার্ড পার্টি সফটওয়্যার জড়িত না থাকে)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন