এবার নিজের মোবাইলের জন্য স্ক্রীণসেভার তৈরি করুন নিজেই

আমরা অনেকেই মোবাইলে স্ক্রীণসেভার ব্যবহার করি। এই স্ক্রীণসেভারগুলো হয় মোবাইলে দেয়া থাকে অন্যথায় এগুলো আমরা কোন না কোন উৎস হতে সংগ্রহ করে থাকি। কিন্তু কেমন হয় যদি আমাদের মোবাইলের জন্য আমরা নিজেই স্ক্রীণসেভার তৈরি করতে পারি তাহলে! তাও আবার কোন সফটওয়্যার ব্যবহার না করেই। তাই আজ আপনাদেরকে এমন একটি সাইটের ঠিকানা দেব যেখানে আপনারা আপনাদের মোবাইলের জন্য নিজম্ব কাস্টমাইজড স্ক্রীণসেভার তৈরি করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করি-
১। প্রথমে এই লিঙ্কে যান।
২। এবার আপনার পছন্দসই একটি স্ক্রীণসেভারে ক্লিক করুন।
৩। এবার আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল সিলেক্ট করে দিন। যদি আপনার মোবাইলটি লিস্টে না থাকে তাহলে Generic সিলেক্ট করে রেজুলেশন ঠিক করে দিন।
৪। এবার নিচের বক্সটিতে আপনার নাম বা যে কোন লিখা যেটা আপনি স্ক্রীণসেভারে মূল লেখা হিসেবে দেখাতে চাচ্ছেন তা টাইপ করুন। এরপর Refresh Preview দিয়ে দেখুন যে আপনার স্ক্রীণসেভারটি কেমন হয়েছে।
৫। ব্যাস, এবার আপনার তৈরিকৃত ছবিটির প্রিভিউ এর উপর মাউসের ডান বোতামে চেপে Save Picture As সিলেক্ট করে স্ক্রীণসেভারটি ডাউনলোড/সেভ করে নিন এবং সেট করুন আপনার মোবাইলে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন