মোবাইলের ইন্টারনেট প্রোফাইল ঠিক করুন সহজেই

কম্পিউটারের এই যুগে অনেকেই আছেন যারা ইন্টারনেট ছাড়া কিছুক্ষণের জন্যও চলতে পারে না। ইন্টারনেট শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমান যুগে মোবাইলের উৎকর্ষতা সাধনের মাধ্যমে মোবাইলেই এখন ইন্টারনেট ব্যবহার করা যায় খুব সহজেই। তবে ইন্টারনেটের পূর্ণ সুবিধা পেতে হলে আপনার মোবাইল সেটটিকেও হতে হবে ভাল মান সম্পন্ন। আসল কথায় আসা যাক। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমেই দরকার সীমে ও মোবাইলে ইন্টারনেট সক্রীয় করা। এজন্য সীম কোম্পানী কর্তৃক একটি নির্দিষ্ট সেটিংস বা প্রোফাইল মোবাইলে সেভ/সেট করে নিতে হয়। এজন্য ঐ সীমের কাস্টমার কেয়ারে ফোন করে (অনেক্ষন অপেক্ষায় থেকে) নির্দিষ্ট মোবাইলের জন্য সেটিংস বা প্রোফাইল মোবাইলে সেট/সেভ করতে হয়। এজন্য প্রচুর টাকা নষ্ট হয়। অনেক সময় মোবাইল সেটটি চায়না হওয়ার কারনে সে সেটের সেটিংস বা প্রোফাইল পাওয়া যায় না। তখন পড়তে হয় আরেক বিপাকে।
তাই এসব সমস্যা সমাধানে আজ আপনাদের শিখাবো কিভাবে গ্রামীণ, রবি, বাংলালিংক ও এয়ারটেল সেটিংস বা প্রোফাইল মোবাইলে ম্যানুয়ালী কিভাবে নিজে নিজে তৈরি করতে পারবেন। নিচের ফাইলটি ডাউনলোড করে আপনার মোবাইলের ওয়েব সেটিংসে হুবহু সেট করে নিন (সীম অনুযায়ী)।ফাইলটিতে ওয়াপ ও এম,এম,এস সেটিংসও দেওয়া আছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন