আমার দেখা সবচেয়ে কার্যকর এন্টিভাইরাস


আমরা ভাইরাসের ভয়ে অনেকে অনেক ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। কেউ কেউ পেইড এন্টিভাইরাসও ব্যবহার করে। এন্টিভাইরাস এর জন্য যদি পছন্দের তালিকা তৈরি করা হয় তাহলে হয়ত নরটন, ক্যাসপারস্কাই, ম্যাকাফি ইত্যাদি এন্টিভাইরাসগুলোর নামই সর্বাধিক লোকে বলবে। এই এন্টিভাইরাসগুলো সাধাণত মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে তালিকার শীর্ষে উঠে এসেছে। কার্যতঃ এগুলো আমি ব্যবহার করে তেমন সন্তোষজনক ফলাফল পাইনি। এটা আমার একার কথা না। আমি অনেকের কাছ থেকেই এ সম্বন্ধে মতামত গ্রহণ করেছি। যার সারমর্ম স্বরুপ আমি একথা বলছি। বর্তমান যুগে শুধুমাত্র এন্টিভাইরাসের ব্যবহার করার মাধ্যমে ভাইরাসের হাত থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এজন্য একটি এন্টিভাইরাসের আরও কিছু বৈশিষ্টের অধিকারী হতে হয়। উদাহরণস্বরূপ - ফায়ারওয়াল থাকতে হবে, মালওয়্যার ও এডওয়্যার প্রোটেকশান থাকতে হবে, পিসি স্লো করা চলবে না, ভাইরাস রিমুভ করতে তালবাহানা চলবে না, পেন ড্রাইভ ভাইরাস প্রোটেকশান ইত্যাদি।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি এন্টিভাইরাস (এন্টিভাইরাসের বস্‌) যেটির আপনাকে দেবে ভাইরাস ও ভাইরাস জাতীয় সকল থ্রেড থেকে ৯৯% মুক্তি। এন্টিভাইরাসটির নাম হয়ত আপনি আগে কখনও শুনেননি। এটির নাম VIPRE Antivirus। এটি একটি পেইড এন্টিভাইরাস, যার মূল্য ৩৯.৯৫$ অর্থাৎ বাংলাদেশী টাকায় ২,৭৭২ টাকা প্রায়। যেটি আপনাদেরকে দেব সিরিয়াল জেনারেটর সহকারে যার মাধ্যমে আপনি এন্টিভাইরাসটি ব্যবহার করতে পারবেন লাইফটাইম। তাই এখনি ডাউনলোড করে নিন এন্টিভাইরাসটি নিচের লিঙ্ক হতে।(এন্টিভাইরাসটি অটো আপডেট হয়না। এটি আপডেট করার জন্য http://www.sunbeltsoftware.com/Home-Home-Office/VIPRE/Definitions/ হতে আপডেট ফাইলটি ডাউনলোড করে এন্টিভাইরাসের মূল উইন্ডো হতে Update অংশ হতে Update Now এ ক্লিক করে দেখিয়ে দিতে হবে।)সিরিয়াল প্রয়োগ করার নিয়মঃ প্রথমে এন্টিভাইরাসটি ট্রায়াল ভার্শন আকারে ইন্সটল করুন। এবার Help মেনু হতে Register সিলেক্ট করে Activation Key বক্সে ২৫টি জিরো (০) টাইপ করে এন্টার চাপুন। তাহলে একটি নতুন বক্স আসবে।  এবার Keygen ফোল্ডরের Microsoft Visual C++ 2010 ফোল্ডারে থাকা vcredist_x86.exe ফাইলটি ইন্সটল করুন। এবার ব্যাক করে keygen_vipre.4.0.3904.exe নামক কীজেন প্রোগ্রামটি চালু করুন এবং Generate Password বাটনে ক্লিক করে সিরিয়াল কীটি কপি করুন এবং পূর্বে ২৫ টি শূণ্য (০) দেবার পর যে নতুন বক্সটি এসেছিল সেখানে পেস্ট করুন এবং ওকে করুন। তাহলে দেখবেন আপনার এন্টিভাইরাসটির লাইসেন্স PC Lifetime দেখাচ্ছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন