ইন্টারনেটের গতি বৃদ্ধি করুন (পর্ব-১)


আপনি কি জানেন আপনি আপনার ইন্টারনেট স্পীডের কতটুকু অংশ ব্যবহার করতে পারেন? আপনি চাইলেও আপনার ইন্টারনেট স্পীডের শত ভাগ ব্যবহার করতে পারবেন না। কারন আপনার কম্পিউটারই তা করতে দেবে না আপনাকে। আপনি হয়তো জানেন না যে আপনার কম্পিউটারই আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ এর ২০%, হ্যাঁ পুরো ২০% রিজার্ভ করে রাখে এবং ব্যান্ডউইথ এর এই অংশটুকু আপনাকে ব্যবহার করতে দেয় না। এটি কম্পিউটার রিজার্ভ রাখে তার আভ্যন্তরীণ কার্যকলাপ সম্পাদনের জন্য।
তাই আজ আপনাদের এমন একটি কৌশল শিখাবো যার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট স্পীডের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R কীদ্বয় চেপে Run ডায়লগ বক্স নিয়ে আসুন।
২। এবার রান বক্সে Gpedit.msc লিখে এন্টার চাপুন।
৩। তাহলে Local Group Policy Editor নামের একটি ডায়লগ বক্স আসবে। এখানে Computer configuration >> Administrative templates >> Network >> QoS packet scheduler এ যান।
৪। এবার ডান পাশের অংশ হতে Limit reservable bandwith অপশনে ডাবল ক্লিক করুন।
৫। এবার যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে Enable এ ক্লিক করে Bandwith Limit বক্সে ২০ এর জায়গায় ০ (শূন্য) করে দিন। এবার এপ্লাই ও ওকে দিয়ে বেরিয়ে আসুন।
৬। এবার একবার কম্পিউটারটি রিস্টার্ট দিন।
তাহলে এবার থেকে আপনি আপনার ইন্টারনেট স্পিডের সবটুকুই ব্যবহার করতে পারবেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন