টাইটেল বারে যুক্ত করুন বাড়তি কিছু বাটন

টাইটেল বারে সাধারণত মিনিমাইজ, রিস্টোর বা ম্যাক্সিমাইজ ও ক্লোজ বাটন তিনটি থাকে। এর সাথে সাথে যদি এক্সট্রা কিছু বাটন যেমন উইন্ডোতে সবার উপরে রাখা, প্রোগ্রাম লুকানো, প্রোগ্রাম স্বচ্ছ করা, সিস্টেম ট্রেতে মিনিমাইজ করা ইত্যাদি বাটন থাকলে আমাদের অনেক কাজের সুবিধা হয়। আজ আপনাদেরকে উপহার দেব এমনই একটি ছোট্ট সফটওয়্যার যার মাধ্যমে আপনারা এইসব সুবিধা উপভোগ করতে পারবেন। সফটওয়্যারটির নাম eXtra Buttons। সফটওয়্যারটি বাটনগুলো হচ্ছে - Always on top, Send to back, Copy window, Roll-up/Unroll, Minimize to Box, Transparency,  Percentage transparency, Minimize to Tray, Minimize to Tray Menu, Move to Another Monitor ইত্যাদি। এই বাটনগুলোকে সিস্টেম ট্রেতে থাকা প্রোগ্রামটির আইকনের প্রোপার্টিজ অপশনে গিয়ে পরিবর্তন বা কম/বেশি করা যাবে। আরও বিভিন্ন সুবিধা সম্বলিত এই সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক হতে। সফটওয়্যারটির সাইজ মাত্র ১.২ মেগা বাইট এবং এটি একটি সম্পূর্ণ ফ্রিওয়্যার।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন