পরিচিত হন বর্তমানের সবচাইতে দ্রুতগতির কম্পিউটারের সাথে

আপনি কি জানেন বর্তমান সময়কার সবচাইতে দ্রুতগতির কম্পিউটার কোনটি? এটির নাম কি বা কোথায় অবস্থিত অথবা কোন দেশ এই কম্পিউটারটি তৈরি করেছে। নিশ্চয় জানতে ইচ্ছা হচ্ছে। তাই আপনাদের অবহিত করার জন্যই আমার এই পোস্ট। উত্তরগুলো জানার জন্য নিচের অংশটুকু পড়ুন।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার এর নাম হচ্ছে "K Computer"। K Computer তৈরি করেছে জাপানের বিশ্ববিখ্যাত টেকনোলজি জায়ান্ট কোম্পানী ফুজিৎসু। K শব্দটি এসেছে জাপানি শব্দ Kei থেকে। Kei শব্দের অর্থ ১০ Quadrillion। এটি জাপানের Riken Advanced Institute of Computational Science, KOBE তে অবস্থিত। এটির গণনা ক্ষমতা ৮.২ Quadrillion/sec। এটি ফুজিৎসুর ৬৮৫৪৪ টি  ২ GHz SPARCH VIIIfx প্রসেসর দিয়ে তৈরি। যার প্রতিটিতে রয়েছে ৮টি করে কোর। কম্পিউটারটি চালাতে বিদ্যুৎ খরচ হয় ৯.৮MW। যার মাধ্যমে প্রায় ১০০০০ টি ঘরে বিদ্যুতায়ন করা যায়।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন