এবার টি-শার্টেই রিচার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোনটিকে

আশ্চর্য হলেও সত্যি। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি টিশার্ট তৈরি করেছেন যেটি উচ্চমাত্রার শব্দ শোষণ করতে পারে ও তার মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারী রিচার্জ করতে পারে। টিশার্ট টি এমন একটি ডিভাইস হিসেবে কাজ করবে যেটি উচ্চ মাত্রার শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রুপান্তর করতে পারে। এজন্য শব্দ যত বেশি হবে ব্যাটারী তত তাড়াতাড়ি চার্জ হবে। এমন অদ্ভুত টিশার্টটি তৈরি করেছেন টেলিকম জায়ান্ট অরেঞ্জ-এর বিজ্ঞানীরা। তাদের বিজ্ঞানীদের মতে যেখানে যত জোরে শব্দ হবে (যেমন কোন ব্যন্ড পার্টি, কনসার্ট ইত্যাদি) সেখানে শুধুমাত্র চার্জ এর প্লাগটি মোবাইলে লাগিয়ে নিলেই হবে। টিশার্টটি তৈরিতে বিজ্ঞানীরা ৪ সাইজের পিকোইলেকট্রিক ফিল্ম ব্যবহার করেছেন। যা শব্দ তরঙ্গকে শোষণ করতে পারে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন