পরিচিত হন পৃথিবীর প্রথম ডুয়েল কোর মোবাইল/স্মার্ট ফোনের সাথে

আধুনিক পার্সনাল কম্পিউটারের পাশাপাশি বর্তমান কালের স্মার্ট মোবাইল ফোনগুলোতেও প্রসেসর ব্যবহার হচ্ছে। যার সূত্র ধরে স্মার্ট ফোন প্রসেসরও পা দিল ডুয়েল কোরের রাজ্যে। বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি সর্বপ্রথম এই ডুয়েল কোর স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। এই স্মার্ট মোবাইল ফোনটির নাম LG Optimus 2X। এলজি দাবী করছে যে এটিই বর্তমান কালের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন। চলুন এক ঝলক দেখে নিই কি কি বৈশিষ্ট্য থাকছে এই স্মার্টফোনটিতে-
১। নেটওয়ার্ক ও ওজন - টুজি + থ্রিজি,  ১৩৯ গ্রাম।
২। ডিসপ্লে - IPS LCD capacitive টাচস্ক্রিন, ৪(চার) ইঞ্চি।
৩। রেজুলেশন - ৪৮০X৮০০।
৪। মেমোরী - ৮ জিবি + ৫১২ রেম, ৩২ জিবি এক্সপান্ডেবল।
৫। কমিউনিকেশন - এজ্‌ + জিপিআরএস + থ্রিজি + ডব্লিউ ল্যান + ব্লুটুথ + ইউএসবি।
৬। ক্যামেরা - ৮ মেগাপিক্সেল (অটোফোকাস + এলইডি ফ্লাশ) + সেকেন্ডারী - ১.৩ মেগাপিক্সেল ।
৭। অপারেটিং সিস্টেম - এনড্রয়েড v2.2 (Froyo)।
৮। প্রসেসর - Dual-core 1GHz ARM Cortex-A9 proccessor।
৯। অন্যান্য - এফএম রেডিও + পুশ মেইল + ইন্টারনেট ম্যাসেঞ্জার + জিপিএস + জাভা সাপোর্ট ইত্যাদি।
স্মার্টফোনটির দাম নির্ধারন হয়েছে ৩৫০ ইউরো। যা বাংলাদেশী টাকায় সাইত্রিশ হাজার চুয়াত্তর টাকার মতো (তবে ভ্যাটসহ দাম আরো বেশি হতে পারে)।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন