ফেইসবুক অবমুক্ত করল ভিডিও চ্যাটিং সুবিধা

ফেইসবুক অনেকদিন ধরেই ব্যবহারকারীদেরকে ভিডিও কলিং এর লোভ দেখিয়ে আসছিল। সম্প্রতি গুগল তার সোশাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসে এই ভিডিও কলিং সুবিধা যোগ করেছে। তাই হয়ত প্রতিযোগীতার কথা মাথায় রেখেই ফেইসবুক ভিডিও কলিং সুবিধা অবমুক্ত করে দিল। তবে ফেইসবুক এই সুবিধাটি সরাসরি ইন্টিগ্রেড না করে আলাদা স্কাইপি প্লাগইন ব্যবহার করছে। ভবিষ্যতে হয়ত সুবিধাটি ফেইসবুক ইন্টিগ্রেড করবে। তাই ফেইসবুকে ভিডিও কলিং/চ্যাটিং সুবিধা উপভোগ করার জন্য আপনাকে প্রথমে ফেইসবুক ভিডিও প্লাগিনটি এই লিংক হতে ডাউনলোড করে নিন। ডাউনলোড হবার পর FacebookVideoCallSetup নামক ফাইলটিতে ডাবল ক্লিক করলেই প্লাগিনটি অনলাইনে ইন্সটল হতে শুরু করবে। এবার http://www.facebook.com/videocalling লিংকে গিয়ে Get Started বাটনে ক্লিক করলে আপনার কোন কোন বন্ধুরা এই ভিডিও কলিং সেবাটি ব্যবহার করছে তা জানতে পারবেন। এবার ডান পাশের লিস্ট হতে চ্যাট এ থাকা বন্ধুর উপর ক্লিক করে চ্যাট করার সময় চ্যাট উইন্ডোতে কোণায় ভিডিও কলিং আইকন দেখতে পারবেন, যেখানে ক্লিক করার মাধ্যমে বন্ধুর সাথে শুরু করতে পারবেন ভিডিও কলিং।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন