উইন্ডোজ এক্সপি সেটআপ করুন আরো দ্রুত

সাধারণত উইন্ডোজ এক্সপি সেটআপ হতে গড়ে ২৫-৩০ সেকেন্ড সময় লাগে। কিন্তু একটি ট্রিক্স এর মাধ্যমে আমরা এই সময়টিকে আরো অনেক কমিয়ে আনতে পারি। আজকে আপনাদের শিখাবো সেই ট্রিক্সটি যার মাধ্যমে আপনারা আরো দ্রুত উইন্ডোজ এক্সপি সেটআপ করতে পারবেন। ট্রিক্সটি এপ্লাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। উইন্ডোজ এক্সটি সেটআপের প্রথম ধাপ (ড্রাইভ ফরমেটিং, ফাইল কপিইং ইত্যাদি) শেষ হবার পর কম্পিউটার রিস্টার্ট নেবে এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সেটআপ শুরু হবে।
২। এখানে Installing Windows নামক অংশে কাজ করা অবস্থায় কী বোর্ড হতে Shift+F10 চাপুন। তাহলে ডস উইন্ডো চালু হবে।
৩। এখানে taskmgr লিখে এন্টার চাপুন। তাহলে উইন্ডোজ টাস্ক ম্যানেজার চালু হবে। এখান থেকে Processes ট্যাবে ক্লিক করে Setup.exe এর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Set Priority তে High সিলেক্ট করে দিন।
৪। এবার উইন্ডোজ টাস্ক ম্যানেজার ও ডস উইন্ডো বন্ধ করে দিন এবং দেখুন আপনার উইন্ডোজ এক্সপি কত দ্রুত সেটআপ হয়ে যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন