নকিয়া মোবাইল দিয়ে আরো দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজ করুন (আপনার পিসিতে)

আমরা অনেকেই নকিয়া মোবাইল এর মাধ্যমে পিসিতে ইন্টারনেট ব্রাউজ করে থাকি। এ জন্য পিসি স্যূট নামক সফটওয়্যারটি ব্যবহার করা হয়। আজ আপনাদের শিখাবো কিভাবে নকিয়া মোবাইলের ইন্টারনেট স্পীড বৃদ্ধি করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলটি পিসিতে কানেক্ট করুন।
২। এবার Win+R চেপে ncpa.cpl লিখে Enter চাপুন।
৩। এবার নকিয়া মডেমের আইকনটিতে (সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে) ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৪। এবার General নামক ট্যাবের Configure নামক বাটনে ক্লিক করুন।
৫। এবার যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 921600 করে দিন এবং ok বাটনে চেপে বেরিয়ে আসুন।
এবার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে দেখুন স্পীড বেড়ে গেছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন