স্মার্টফোনের বাজারে নকিয়া এবার আনছে এন ৯

বিশ্বখ্যাত মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নকিয়া এবার তাদের স্মার্টফোনের বাজার সমৃদ্ধ করার জন্য বাজারে আনতে যাচ্ছে নকিয়া এন ৮ এর পরবর্তী ভার্সন এন ৯। নকিয়া দাবী করছে এটি তাদের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আসুন দেখে নিই কি কি বৈশিষ্ট্য থাকছে এই এন ৯ এ।
১। AmoLED ডিসপ্লে (রেজুলেশন-৪৮০x৮৫৪)।
২। ১গিগাহার্টস প্রসেসর + ১জিবি র‍্যাম।
৩। মাল্টিটাচ্‌ টেকনোলজি।
৪। নকিয়ার নিজস্ব ওপেনসোর্স অপারেটিং সিস্টেম - MeeGo OS।
৫। স্টোরেজ ১৬জিবি ও ৬৪জিবি (মেমোরী কার্ড/স্লট বিহীন)।
৬। মাইক্রো সিম কার্ড সিস্টেম।
৭। ৮ মেগা পিক্সেল ক্যামেরা + ডুয়েল এলইডি ফ্লাশ।
৮। 3G, WiFi, WiMAX, Bluetooth, GPRS, EDGE।
৯। A-GPS + পাউয়ারফুল Ovi Maps।
১০। Dolby Mobile sound enhancement প্রযুক্তি। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন