হ্যাকিং শিখুন বাংলায়

হ্যাকিং অনেকের কাছেই একটি রোমাঞ্চকর বিষয়। কেনা চায় হ্যাকিং শিখে কাজে লাগাতে। অনেকেই মনে করেন হ্যাকিং একটি খারাপ কাজ। কিন্তু তারা মূল বিষয়টি ভাবে না। প্রতিটি জিনিসেরই একটি ভাল ও একটি খারাপ দিক আছে। যেমন ডাইনামাইট তৈরি হয়েছিল বড় বড় পাহাড় ভেঙে সমান করার জন্য কিন্তু তার অন্য রকম ব্যবহার আমরা নিত্যদিন দেখতে পাই। কার্যত হ্যাকিং কোন খারাপ কাজ নয়। কোন সফটওয়্যার বা ওয়েব সাইট হ্যাক হলে ঐ সফটওয়্যার বা ওয়েব সাইটের মালিক ঐ সফটওয়্যার বা ওয়েব সাইটের দূর্বলতা সম্পর্কে জানতে পারে ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ জন্য বড় বড় মাল্টিন্যাশনাল কম্পানীগুলোতে ইথিক্যাল হ্যাকারদের প্রচুর পোস্ট রয়েছে। যাই হোক হ্যাকিং একটি মেধা ও বুদ্ধিমত্তার কাজ। সবার কম বেশি হ্যাকিং জানা উচিত। কারণ হ্যাকিং সম্পর্কে না জানলে নিজেকেই হ্যাকিং এর শিকার হতে হয়। তাই আজ আপনাদের উপহার দেব হ্যাকিং সম্পর্কিত একটি ই-বুক। তাও আবার বাংলায়। তাই এখনি ডাউনলোড করে নিন এই ইবুকটি আর হ্যাকিং শিখতে বসে যান।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন