জেনে নিন বাংলাদেশের তৈরি দোয়েল নোটবুক কম্পিউটারটির কনফিগারেশন

বাংলাদেশে তৈরি দোয়েল নামের ল্যাপটপ/নোটবুকটির বাজারজাত করণ বর্তমান মাস হতে শুরু হবে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন। দোয়েল নোটবুকটির নূন্যতম বাজার দাম হতে পারে ১২,০০০ টাকা হতে ১৪,০০০ টাকার মধ্যে। নোটবুকটির মাদারবোর্ড সহ ৬০ শতাংশ যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি হবে। পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ২০০ নোটবুক উৎপাদন করা হবে। ১৮০ কোটি টাকার এই প্রকল্পে টেশিসের (টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড) গাজীপুর কারখানায় প্রতি মাসে প্রায় ১০ হাজার দোয়েল নোটবুক উৎপাদন করা যাবে। তো আসুন এক নজর দেখে নিই কি কি থাকছে বাংলাদেশের তৈরি এই দোয়েল নোটবুকটিতে -
১। মনিটর - ১০.১ ইঞ্চি।
২। প্রসেসর - ইন্টেল আ্যাটম N455 (১.৬৬ গিগার্হাজ)।
৩। রেম - ১ গিগাবাইট (DDR3)।
৪। হার্ড ডিস্ক - ২৫০ গিগাবাইট।
৫। অন্যান্য - ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম + ২টি ইউএসবি পোর্ট + ওয়াইফাই + থ্রিসেল ব্যাটারী + দুই ঘন্টা ব্যাটারী ব্যকআপ + কার্ড রিডার ইত্যাদি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন