সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার ফোল্ডারটিকে লুকিয়ে রাখূন


আমরা সবাই কোন ফোল্ডার লুকানোর জন্য সাধারণত Folder Option ব্যবহার করি। কিন্তু এর চেয়ে সহজেও কোন ফোল্ডার লুকানো সম্ভব। এজন্য যা করতে হবে তা হচ্ছে-
১। প্রথমে যে ফোল্ডারটি লুকাতে হবে তার উপর রাইট বাটন ক্লিক করে Rename সিলেক্ট করি।
২। এবার কী-বোর্ডের Alt চেপে ধরে ০১৬০ টাইপ করুন। দেখবেন একটি স্পেস এসেছে। এবার এন্টার চাপুন। দেখবেন একটি নাম বিহীন ফোল্ডার তৈরি হয়েছে।
৩। এবার আবার ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করি।
৪। এবার Customize ট্যাবের Change Icon বাটনে ক্লিক করি। এবার একটি ব্ল্যঙ্ক (খালি) আইকন সিলেক্ট করি এবং দুবার OK চাপি।
৫। তাহলেই আপনার ফোল্ডারটিকে আর কেউ দেখতে পারবে না। 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন