পরিবর্তন করে নিন আপনার কম্পিউটারের ম্যাক এড্রেস


আমাদের দেশের বেশির ভাগ আইএসটি কোম্পানীগুলো আমাদের কম্পিউটারের ল্যান কার্ড ব্যবহার করে আমাদেরকে সংযোগ প্রদান করে থাকে। এক্ষেত্রে তারা আমাদের ল্যান কার্ডের ম্যাক এড্রেসটি নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট স্পীডে রিজার্ভ করে দেয়। উল্লেখ্য যে, ম্যাক এড্রেস হচ্ছে ল্যান কার্ডের এমন একটি আইডেন্টিফিকেশন নম্বর যা দিয়ে পৃথিবীর প্রতিটি ল্যান কার্ডকে আলাদা করা হয়। এটি অনেকটা আমাদের মোবাইলের IMEI নম্বরের মতো। যদি কোন সময় আমাদের পিসি পাল্টানোর প্রয়োজন পড়ে বা ল্যান কার্ডটি নষ্ট হয়ে যায় তাহলে আবার আইএসপির সাথে যোগাযোগ করতে হয়, যা অনেকটা ঝামেলার কাজ। তাই আজ আপনাদের শিখাবো কিভাবে কোন সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই আপনার ল্যান কার্ডের ম্যাক এড্রেস পরিবর্তন করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- (তার আগে Win+R কীদ্বয় চেপে cmd লিখে এন্টার চাপার পর ipconfig/all লিখে এন্টার চাপলে বর্তমান ল্যান কার্ডের নাম ও ম্যাক এড্রেস জেনে নেওয়া যাবে।)
১। প্রথমে Start -- Settings -- Control Panel -- Network Connection এ যান।
২। এবার আপনার ল্যান কার্ডের Local Area Network এর উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৩। এবার Configure -- Advanced ট্যাবে ক্লিক করে Property বিভাগের Network Addresss অপশনে ক্লিক করুন।
৪। এবার ডান পাশে Value নামক ঘরে নির্দিষ্ট ম্যাক এড্রেস (কোন হাইফেন ছাড়া) টাইপ করে দিন এবং OK দিয়ে বের হয়ে আসুন।
ব্যস হয়ে গেল। এবার আগের মতো চেক করে দেখুন আপনার ম্যাক এড্রেস পরিবর্তন হয়েছে কিনা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন