আপনার ওয়েব ব্রাউজারেই পড়ুন PDF ফাইল


অনেক সময় কম্পিউটারে কোন পিডিএফ সফটওয়্যার না থাকলে পিডিএফ ফাইলগুলো পড়া যায়না। অনেকে এডবির এক্রোবেট রিডার পছন্দ করেন না, কারন এর গতি খুবই ধীর প্রকৃতির । তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফায়ারফক্স ও গুগল ক্রোমে পিডিএফ ফাইল পড়া যায় কোন সফটওয়্যার ইন্সটল না করেই। এজন্য আপনাদের ব্যবহার করতে হবে গুগল ডক্স ভিউয়ার নামক দুটি প্লাগইন। এই প্লাগইনগুলো ব্যবহার করে আপনারা ওয়েবে নির্দিধাই পিডিএফ ফাইল পড়তে পারবেন।
ফায়ারফক্স এর জন্য প্লাগইনটি পাবেন এই ঠিকানায় - https://addons.mozilla.org/en-US/firefox/addon/14814
আর,
গুগল ক্রোমের জন্য প্লাগইনটি পাবেন এই ঠিকানায় - https://chrome.google.com/extensions/detail/egljjohbmnnpicoiddaapkpejfpnmmpe
এরপর আপনি যেকোন পিডিএফ ফাইল খুললে তা গুগল ডক্স ভিউয়ার খুলবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন