মজিলার সকল প্রোডাক্টের ব্যাকআপ রাখুন সহজেই

ব্রাউজারের দুনিয়াই মজিলা একটি অন্যতম সেরা ব্রাউজার। যার ব্যবহারকারী প্রতিদিনই বেড়ে চলেছে। আমরা ইন্টারনেটের ভুবনে সফর করার সময় কমবেশি সবাই মজিলার বিভিন্ন প্রোডাক্ট যেমন - ফায়ারফক্স, থান্ডারবার্ড, সানবার্ড, কমেটবার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু যদি কোন সময় কম্পিউটারের কোন সমস্যার কারনে এইসব প্রোডাক্টের বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড ইত্যাদি মুছে যায় তাহলে পড়তে হয়ে এক বিশাল সমস্যায়।
তাই এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই মজিলার যাবতীয় প্রোডাক্টের ব্যাকআপ নিতে পারবেন।
সফটওয়্যারটির নাম MozBackup। এটি আপনার কম্পিউটারে ইন্সটলকৃত মজিলা প্রোডাক্টগুলোর বুকমার্ক, হিস্ট্রি, পাসওয়ার্ড ইত্যাদি ব্যাকআপ ও রিস্টোর এর সুবিধা দেয়। নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এই সফটওয়্যারটি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন