স্কাইপির অবস্থা এখন করুন


মাইক্রোসফট এর হাতে যাওয়ার পরপরই স্কাইপির হাল বেহাল হয়ে গেল। বেশ কিছুদিন ধরে স্পাইপির ক্লাইন্টগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। গত ২৬শে মে এই সমস্যা ভালই টের পেয়েছিল স্কাইপির ব্যবহারকারীরা। এখনও সমস্যাটি ঠিকমতো ঠিক হয়ে উঠেনি বলে যানা গেছে। এছাড়াও এ সমস্যাটি প্রথমে উইন্ডোজের ক্ষেত্রে দেখা গেলেও এটি লিনাক্স ও ম্যাক এনভায়ারনমেন্টেও ধরা পড়ে। তবে এটি নিশ্চিত করা গেছে যে সমস্যাটি স্কাইপির সার্ভারে। এদিকে টুইটারে ব্যবহারকারীরা মাইক্রোসফটকে নিয়ে ভালই লেগেছেন। মাইক্রোসফট পৃথিবীর সর্ববৃহৎ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হওয়া সত্বেও অনেকেই আছেন যারা মাইক্রোসফটকে পছন্দ করেন না। তাই এখন লিনাক্সে স্কাইপি ব্যবহারকারীদের অবস্থাও একই। অনেক লিনাক্স ব্যবহারকারীতো স্বীকার করেছেন যে তারা স্পাইপিকে আর আপডেট করবেন না।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন