মাদারবোর্ডের ড্রাইভার এখন কোন সমস্যাই নয়


আমরা জানি ড্রাইভার ছাড়া কোন ডিভাইসই ঠিকমতো কাজ করতে পারে না। মাদারবোর্ডের ক্ষেত্রে ব্যাপারটি আরো বড় সমস্যা। কারণ মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান অংশগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপুর্ণ অংশ। যদি কোন সময় এই মাদারবোর্ডের ড্রাইভার হারিয়ে যায় তাহলে পড়তে হয় এক অকূল পাথারে। হুবহু একই মাদারবোর্ডের ড্রাইভার খোঁজ করা তো এক দুঃসাধ্য ব্যাপার। আর ইন্টারনেট থেকে সঠিক লিংক বেছে নিয়ে ডাউনলোড করাও অনেক জটিল কাজ।
এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যেটা আপনাকে দেবে সঠিক ড্রাইভারের সঠিক লিংক। যেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার নির্দিষ্ট ড্রাইভারটি। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে এই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। তারপর ডাউনলোডকৃত সফটওয়্যারটি চালু করলে উপরের চিত্রের ন্যায় আসবে।
৩।এখানে আপনার মাদারবোর্ডের মডেলসহ বিভিন্ন তথ্য, বিভিন্ন ড্রাইভারগুলোর তালিকা ইত্যাদি দেখাবে।
৪। এবার যে ড্রাইভারটি ডাউনলোড করতে হবে সেটির উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার ড্রাইভারটির ডাউনলোড লিঙ্ক।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন