উইন্ডোজ সেভেনের লগ অন স্ক্রীন চেঞ্জ করুন কোন সফটওয়্যার ছাড়াই


আপনি উইন্ডোজ সেভেনের লগ অন স্ক্রীনটি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R কীদ্বয় চেপে Run বক্সে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার Registry Editor ওপেন হলে নিচের ধাপ অনুসারে ক্লিক করুন-
HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background
৩। এবার ডান পাশে দেখবেন OEMBackground লিখা আছে। এটিতে ডাবল ক্লিক করে Value data: ঘরের 0 কে 1
বানিয়ে দিয়ে ok করুণ। এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
৪। এবার ২৫৬ কিলো বাইটের ভেতর একটি ছবি পছন্দ করুন। এবার ছবিটি কপি করে C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে পেস্ট করুন এবং ছবিটিকে backgroundDefault.jpg নামে রিনেম করুন। (info\backgrounds folder পাওয়া না গেলে তৈরি করে নিন।)
৫। ব্যাস, এবার কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন কাজ করে কিনা!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন