পাল্টে যাচ্ছে নকিয়ার OVI সার্ভিস এর নাম

নকিয়ার জনপ্রিয় ওয়েব এপ্লিকেশন স্টোর "ওভি"-র নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছে নকিয়া। নকিয়ার "ওভি" ব্লগের সম্পাদক পিনো বনেট্টি সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন এক্ষেত্রে শুধুমাত্র "ওভি" এর নামই পরিবর্তন করা হবে। বাকী সবকিছু আগের মতোই থাকবে। গ্রাহকরা পূর্বের মতোই নকিয়ার জন্য টোন, গেইম, সফটওয়্যার ডাউনলোড করতে পারবে নতুন ওয়েব স্টোর থেকে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০,০০০ এপ্লিকেশন ডাউনলোড করা হয় নকিয়ার ওভি স্টোর হতে। ভবিষ্যতে নাম পরিবর্তনের মাধ্যমে আরো বড় পরিসরে এই অনলাইন স্টোর পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন