ফেইসবুক চার বিলিয়ন ডলারের বিনিময়ে স্কাইপিকে কিনে নিতে চাইল

জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এবার স্কাইপিকে কিনে নিতে উঠে পড়ে লেগেছে। নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গেছে ফেইসবুক জনপ্রিয় ভিওআইপি সফটওয়্যার স্কাইপিকে কিনে নিতে বা একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার মূল্যস্বরূপ ফেইসবুক চার বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে রাজি আছে।

যদিও স্কাইপি তাদের নতুন ভার্সন ৫.০ তে ফেইসবুককে ইন্টিগ্রেড করেছে। তবে এ ব্যাপারে স্কাইপি কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা এ ব্যাপারে কোন তথ্য দিতে রাজি হয়নি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন