গুগলকে সঠিকভাবে ব্যবহার করে সিরিয়াল নম্বর খুঁজুন


আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। পেইড সফটওয়্যারগুলো সিরিয়াল নম্বর ছাড়া ব্যবহার করা যায় না। অনেক সময় সিরিয়াল নম্বর হারিয়ে গেলে এইসব গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো আমরা আর ব্যবহার করতে পারি না। তাই সবশেষে ইন্টারনেটে সার্চ করি । কিন্তু সঠিকভাবে খুঁজতে না জানার কারণে সিরিয়াল নম্বর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়ে খোঁজাই ছেড়ে দেই।
তাই আজ আপনাদের শেখাবো কিভাবে গুগলকে সঠিকভাবে ব্যবহার করে কোন সিরিয়াল নম্বর খুঁজতে হয়।
এজন্য আপনাকে একটি কী-ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সেটি হচ্ছে 94FBR। গুগলে কোন সফটওয়্যার এর নাম লিখার পূর্বে 94FBR কী-ওয়ার্ডটি লিখে সার্চ করলেই আপনি আপনার নির্দিষ্ট সিরিয়াল নম্বরের মূল লিঙ্কটি পেয়ে যাবেন।
উদাহরণ- 94FBR  Kespersky 9.0।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন