এবার উইন্ডোজেও শুরু করে দিন টেবড্‌ ব্রাউজিং

বর্তমান প্রায় সব ধরনের ব্রাউজারেই টেবড্‌ ব্রাউজিং সুবিধা পাওয়া যায়। টেবড্‌ ব্রাউজিং এর মাধ্যমে একই উইন্ডোর ভিতর অনেক পেরেন্ট উইন্ডো/ডকুমেন্ট ওপেন করে কাজ করা যায়। কেমন হয় যদি আমাদের সচরাচর উইন্ডোজ ভিত্তিক কাজেও যদি এই সুবিধা উপভোগ করা যায় তাহলে? মাইক্রোসফট অবশ্য তার পরের রিলিজ ভার্সনে (উইন্ডো্জ ৮) টেবড্‌ ব্রাউজিং সুবিধা দেবে বলে জানিয়েছে। কেমন হয় যদি আপনি আপনার বর্তমান উইন্ডোজেই এই সুবিধা আগেভাগেই উপভোগ করতে পারেন? তাহলেতো নিশ্চয় মজা হয়? তাই আজ আপনাদের উপহার দেব এমন একটি ছোট্ট সফটওয়্যার যার মাধ্যমে আপনি একটি ট্যাব এর ভিতর অন্য একটি ট্যাব একই সাথে ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন জলদি। আর উপভোগ করুন টেবড্‌ ব্রাউজিং সুবিধা। Happy Tabbed Browsing

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন