CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করুন


আপনার CD/DVD Writer কে অন্যের ব্যবহারের হাত থেকে বাঁচাতে চান? তাহলে আপনার CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করে নিতে পারেন। এটা করাতে আপনার CD/DVD Writer তার রাইটিং ক্ষমতা হারিয়ে ফেলবে এবং একটি সাধারণ CD/DVD ROM এর মতো কাজ করবে। ভয় পাবেন না। আপনি চাইলেই এটিকে আবার রাইটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনার CD/DVD Writer কে CD/DVD ROM এ রূপান্তর করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১। প্রথমে আপনার CD/DVD Writer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যেতে হবে।
২। এবার Recording ট্যাবের Enable CD Recording on this drive অপশনে টিক চিহ্ন তুলে দিন এবং OK করুন।
ব্যস এতেই আপনার CD/DVD Writer টি CD/DVD ROM এ রূপান্তর হয়ে গেল। তাহলে কেউ আপনার CD/DVD Writer টি ব্যবহার করে কোন সিডি/ডিভিডি রাইট করতে পারবে না। যদিনা সে এই পদ্ধতিটি জানে।
৩। আর পুনরায় রাইট করতে চাইলে উপরের ধাপগুলো অনুসরন করে Enable CD Recording on this drive অপশনে টিক চিহ্নটি দিয়ে দিতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন