আপনার এন্টিভাইরাসটি কাজের কিনা তা পরীক্ষা করুন সহজেই


বর্তমানে বাজারে প্রচুর এন্টিভাইরাসের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। প্রতিটিই দাবী করে সে সেরা। কিন্তু কোন এন্টিভাইরাসটি আসলেই কার্যকর তা পরীক্ষা করার ছোট্ট একটি সহজ টিপস্‌ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকৃত হবেন।
নিচের ধাপগুলো অনুসরন করুন।
১। প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
২। এবার নিচের কোডটি হুবহু কপি করে পেস্ট করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এবার ফাইলটি সেভ করুন।
৩। এতে আপনার এন্টিভাইরাস সজাগ হয়ে উঠতে পারে এবং আপনাকে ফাইলটি সেভ করতে বাঁধা দিতে পারে। যদি এরকম হয় তাহলে খুব ভালো কারন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে।
৪। যদি তা না হয় তাহলে আপনি ম্যানুয়ালী ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে স্ক্যান করুন। যদি এবার ফাইলটি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে তাহলে তো ভালো। বুঝতে হবে আপনার এন্টিভাইরাসটি কাজ করছে।
৫। এবারও যদি কাজ না হয় তাহলে আপনার এন্টিভাইরাসটিকে কিক মেরে আপনার কম্পিউটার থেকে বের (আনইন্সটল) করে দিন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন