চেষ্টা করে দেখুন তো এসব নামে কোন ফোল্ডার বানাতে পারেন কিনা?


আপনি কি জানেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কয়েকটি শব্দ ব্যবহার করে কোন ফোল্ডারের নামান্তর করা যায় না। হ্যাঁ, নিচের শব্দ/নাম গুলো ব্যবহার করে আপনি কোন ফোল্ডারের নাম দিতে পারবেন না। চেষ্টা করে দেখবেন নাকি? বিশ্বাস না হলে চেষ্টা করুন-

PRN, AUX, CLOCK$, NUL, A:-Z:, COM1, COM2, COM3, COM4, LPT1, LPT2, LPT3, CON

কি পেরেছেন? পারেননি তো? কেন পারেননি তা বলি এবার। কারন মাইক্রোসফট এমএস ডস তার ডিভাইস ড্রাইভার এর জন্য এই নামগুলো বরাদ্দ রেখেছে যার জন্য আপনি এই নামে কোন ফোল্ডার তৈরি করতে পারবেন না। বুঝলেন?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন